• সাক্ষাতের আশ্বাস মিলল, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে থেকে ধর্ণা তুললেন চাকরিহারাদের একাংশ
    দৈনিক স্টেটসম্যান | ২৭ এপ্রিল ২০২৫
  • ফের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে ধর্ণায় বসলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাঁদের দাবি, কোন বিচারের মাপকাঠিতে অযোগ্য শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে ? শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে তাঁর বাড়ির সামনে ক্ষণিকের জন্য ধর্নায় বসেন তাঁরা।  স্কুল সার্ভিস কমিশনের ‘যোগ্য’ তালিকায় জায়গা না-পাওয়া শিক্ষকদের একাংশই শনিবার দুপুরে পৌঁছে যান শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে। মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তাঁরা। কিন্তু শিক্ষামন্ত্রী তখন বাড়িতে না থাকায় তাঁর বাড়ির সামনেই ধর্নায় বসে পড়েন এই চাকরিহারা শিক্ষকরা। পরে পুলিশ মারফত মন্ত্রীর কাছ থেকে সাক্ষাতের আশ্বাস মেলে। এরপরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে থেকে অবস্থান তুলে নেন তাঁরা।

    এসএসসি-র তরফে যোগ্য স্কুলশিক্ষকদের যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকায় নাম নেই তাঁদের। ওএমআর সংক্রান্ত সমস্যার কারণে  শিক্ষকদের একাংশের ‘যোগ্য’দের তালিকায় স্থান মেলেনি। তাঁদের প্রশ্ন, ওএমআর-এ কারচুপির বিষয়টি এখন‌ও প্রমাণিত নয়। তা সত্ত্বেও এসএসসি কী করে তাঁদের ‘অযোগ্য’ বলে চিহ্নিত করে বেতন বন্ধ করে দিতে পারে ? এই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর আলোচনার জন্যই দেখা করতে যান এই চাকরিহারা শিক্ষকরা।

    চাকরিহারারা শিক্ষকরা ব্রাত্যর বাড়ির সামনে গিয়ে জানতে পারেন শিক্ষামন্ত্রী বাড়িতে নেই। বাড়ির সামনে মোতায়েন থাকা পুলিশকর্মীরা সে কথা জানান তাঁদের। পুলিশের তরফে বলা হয়, নির্দিষ্ট ‘অ্যাপয়েন্টমেন্ট’ ছাড়া শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করতে দেওয়া সম্ভব নয়। এই নিয়ে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় তাঁদের। এর পরই ব্রাত্যর সঙ্গে দেখা করার দাবিতে  মন্ত্রীর বাড়ির সামনেই অবস্থানে বসে পড়েন তাঁরা।

    তবে কিছুক্ষণের মধ্যেই মন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন থাকা পুলিশকর্মীদের মারফত মন্ত্রীর আশ্বাসবার্তা পান অবস্থানরত শিক্ষকরা। তাঁদের প্রথমে শিক্ষা সেলের নেতা বিজন সরকারের সঙ্গে দেখা করে একটি ডেপুটেশন জমা দেওয়ার কথা বলা হয়। কিন্তু তাঁরা  রাজি হননি। অবশেষে মন্ত্রী আগামী সোমবার তাঁদের সঙ্গে দেখা করবেন বলবে জানান। সাক্ষাতের সময়ও পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

    এসএসসি-র তরফে প্রথমে জানানো হয়েছিল, যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করা হবে। কিন্তু পরে শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দেন যে, কোনও তালিকা প্রকাশ করা হবে না। আইনি জটিলতা থাকায় তা প্রকাশ করা যাবে না। যদিও পরে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাঁদের তালিকা দেখানো হয়। এই প্রতিবাদী শিক্ষকদের সেই ‘যোগ্য’ তালিকায় নাম নেই। এতেই ক্ষুব্ধ চাকরিহারাদের একাংশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)