• অঙ্গদান নিয়ে সচেতনতায় উদ্যোগী হাসপাতাল
    আনন্দবাজার | ২৭ এপ্রিল ২০২৫
  • মরণোত্তর অঙ্গদানের প্রয়োজন বাড়লেও এখনও খামতি রয়েছে সচেতনতায়। দেশে সে ভাবে বাড়েনি অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যা। অঙ্গদানের সঙ্গে যুক্ত প্রশাসনিক কর্তাদেরও দাবি, আরও উদ্যোগী হতে হবে বেসরকারি হাসপাতালগুলিকেও। সেই লক্ষ্যেই এ বার দেশের পূর্বাঞ্চলে তাদের হাসপাতালের মাধ্যমে অঙ্গদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি নিল শহরের একটি বেসরকারি হাসপাতাল গোষ্ঠী।

    চিকিৎসকেরা জানান, অঙ্গদান কম হওয়ায় প্রতিস্থাপনের অভাবে দেশে দৈনিক ছ’হাজার মানুষ মারা যান। জীবিত দাতাদের থেকে কিডনি, যকৃৎ পাওয়ায় প্রতিস্থাপন কিছুটা বেড়েছে ঠিকই, তবে হার্ট, ফুসফুস মেলে একমাত্র ব্রেন ডেথ হলে। কিন্তু সচেতনতার অভাবে ওই দু’টি অঙ্গ সে ভাবে মেলে না। চিকিৎসকেরা জানান, প্রতি বছর শুধু হার্ট প্রতিস্থাপনে ৭-৮ হাজার রোগী উপকৃত হতে পারেন। যদিও সংখ্যাটা চারশোর নীচে।

    ‘মণিপাল অর্গান শেয়ারিং অ্যান্ড ট্রান্সপ্লান্ট’ প্রকল্পের মাধ্যমে পূর্বাঞ্চলে তাদের সমস্ত হাসপাতালের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা শুক্রবার ঘোষণা করলেন আঞ্চলিক সিওও অয়নাভ দেবগুপ্ত। অনুষ্ঠানে ছিলেন ‘রিজিয়োনাল অর্গান অ্যান্ড টিসু ট্রান্সপ্লান্ট অর্গানাইজ়েশন’-এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়-সহ অন্যেরা।
  • Link to this news (আনন্দবাজার)