মাঝে কয়েক দিন ধরে একটানা তাপপ্রবাহে হাঁসফাঁস করেছে দক্ষিণবঙ্গ। দক্ষিণের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির মাত্রা ছাড়িয়েছে। সেই আবহেই শনিবার রাতে আলিপুর জানাল, আগামী দু’তিন ঘণ্টায় ঝড়বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা। তিন জেলায় বৃষ্টির পাশাপাশি চলবে ঝোড়ো হাওয়ার দাপট। আগামী কয়েক ঘণ্টার জন্য ওই তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’তিন ঘণ্টায় কলকাতা-সহ দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়়ো হাওয়াও বইতে পারে। ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবারও মালদহ এবং দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আলিপুর। তালিকায় ছিল পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। এ ছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতেও তীব্র গরমের ফলে অস্বস্তিকর আবহাওয়া ছিল। তার মাঝেই শনিবার রাতে স্বস্তির বৃষ্টি নামল রাজ্যে। আলিপুর জানিয়েছে, রবিবারও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে শহরে। এ ছাড়াও, মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।