• Breaking News Live: জাফরাবাদে বাবা-ছেলে খুনে গ্রেপ্তার আরও ১
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনে গ্রেপ্তার আরও ১। রবিবার হাওড়ার ডোমজুড় থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাড়িতে ঢুকে বাবা-ছেলেকে কুপিয়ে খুন করে বিক্ষোভকারীরা। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

    দিনে দুপুরে বীরভূমের রামপুরহাটে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি।  গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম সুদীপ বাসকি (২৮) । ১০ জনের একটি দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে দাবি। গুলিবিদ্ধ ব্যবসায়ী বর্তমানে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

    পাকিস্তানের হাতে আটক জওয়ানে পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে বিএসএফ জওয়ানরা। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ৮ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল তাঁর বাড়িতে যায়। পূ্র্ণমের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। ঘরের ছেলেকে দ্রুত ফিরিয়ে আনার আশ্বাসও দেন।

    কাশ্মীরকে অশান্ত করতেই ষড়যন্ত্র। মন কি বাত-এ এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি জানিয়ে দিয়েছেন, কেউ ছাড় পাবে না। জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি।

    ২০২৪-এর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়াকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে পাটনা থেকে তাকে পাকড়াও করে বিহার পুলিশের ইকনমিক অফেন্সেস ইউনিট।

    কাশ্মীরে জঙ্গী হামলার প্রতিবাদে রিষড়ায় হিন্দু ঐক্য মঞ্চের মিছিল। স্লোগান উঠল, ‘দেশ কে গদ্দারো কো গোলি মারো শালো কো।’ বিএসএফ জওয়ান পূর্নম সাউয়ের মুক্তির দাবিতেই মূলত এই মিছিল হয়। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ছবিতে জুতো মারেন বিক্ষোভকারীরা।

    মুম্বইয়ে ইডি-এর অফিসে আগুন। শনিবার মাঝরাতের ঘটনা। আগুন এখন নিয়ন্ত্রণে, তবে সম্পূর্ণ নেভেনি। কালো ধোঁয়ায় ঢেকে আছে চারপাশ। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা।  

    লস্কর-ই-তৈবার জঙ্গি জামিল আহমেদের বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। শনিবার রাতে জম্মু-কাশ্মীরের বান্দিপোরায়। পহেলগামে হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পর জোরদার অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। এই নিয়ে ৮ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল।   

    দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক দিলীপ ঘোষকে আমন্ত্রণ। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়েছে দিলীপ ও রিঙ্কুকে।  

    কাশ্মীরে এখনও লুকিয়ে আছে জঙ্গিরা। পুরোদমে চলছে তল্লাশি। এর মধ্যেই লস্কর, জৈশ, হিজবুল্লার ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ করা হল।  এদের বিরুদ্ধে সক্রিয় জঙ্গি কার্যকলাপের অভিযোগ করেছে পুলিশ। 

    তীব্র গরমে ত্রাহি ত্রাহি রব উঠেছে। তবে এবার স্বস্তি মিলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হাওড়া, কলকাতা, পূর্ববর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ ও নদিয়ায় কালবৈশাখী হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • Link to this news (এই সময়)