• ‘হিম্মত রাখো, লড়কা জলদি আ জায়েগা’, পূর্ণমের পরিবারকে আশ্বাস BSF-এর
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৫
  • ‘হিম্মত রাখো লড়কা জলদি আ জায়ে গা’ — ‘নিখোঁজ’ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের পরিবারের সদস্যদের আশ্বস্ত করলেন বিএসএফ কর্তারা। রবিবার পূর্ণমের হুগলির রিষড়ার বাড়িতে এসেছিল BSF-এর একটি টিম। চার দিন পেরিয়ে গেলেও পূর্ণমের খোঁজ না মেলায় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন সকলে। সোমবারই পাঠানকোটের উদ্দেশে রওনা দিচ্ছেন তাঁরা। 

    এ দিন সকালে বিএসএফ-এর আট সদস্যের একটি দল রিষড়ার বাড়িতে আসে। পূর্ণমের পরিবারের সকলে কথাও বলেন। মিনিট পনেরো কথা বলার পর সকলে বেরিয়ে যান। 

    পূর্ণমের স্ত্রী রজনী সাউ বলেন, ‘আগামী কাল দুপুর একটার বিমানে আমরা চণ্ডীগড় যাব। সেখান থেকে পাঠানকোট যাব। আজ বিএসএফ-এর কর্তারা আমাদের বাড়িতে এসেছিলেন। ওঁরা আসার পর আমরা কিছুটা ভরসা পেয়েছি। এখন মনে হচ্ছে ভালো কিছু খবর আসবে। ওঁরা বলেছেন, জওয়ানকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সব রকমের চেষ্টা চলছে।’

    পূর্ণমের বাবা ভোলানাথ সাউ বলেন, ‘ছেলে সম্পর্কে কথা হয়েছে ওঁদের সঙ্গে। শুধু এটাই বলেছেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আজ ওঁরা আসাতে আমরা কিছুটা ভরসা পাচ্ছি।’

    প্রসঙ্গত, গত বুধবার সীমানা পেরিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে পড়েছিল পূর্ণম। তাঁকে আটক করে পাকিস্তানি সেনা। বার বার ‘ফ্ল্যাগ মিটিং’ করা হলেও তাঁকে ফেরানোর ব্যাপারে উচ্চবাচ্য করছে না পাকিস্তান। 

  • Link to this news (এই সময়)