যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল সিপিএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে। একাধিক ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বংশগোপাল চৌধুরীকে শনিবার বহিষ্কার করেছে সিপিএম। তাতে সিপিএম সাংসদের প্রতিক্রিয়া, ‘পরিকল্পিত ভাবে দলের একটা অংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছে।’
গত বছর ফেব্রুয়ারি মাসে এক মহিলা বংশগোপালের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। পার্টির জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বকে জানিয়ে লাভ হয়নি বলে দাবি করেছিলেন ওই মহিলা। গত রবিবার ব্রিগেডে সমাবেশের পরে থেকেই ওই অভিযোগের ছবিগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার রাতে বংশগোপালকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে সিপিএমের বরিষ্ঠ প্রাক্তন সাংসদের দাবি, ‘এখনও দলের অনেকেই আছেন যাঁরা বিজেপির নেতৃত্বের সঙ্গে নিয়মিত দেখা করতে যান ও যোগাযোগ রাখেন। এই কয়লা খনি ও কারখানা অঞ্চল থেকে নিয়মিত সিন্ডিকেট-এ যুক্ত আছেন এবং এখন তাঁরা কাচের ঘরে ঢিল ছোড়ার চেষ্টা করছেন।’
তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে হাওড়ার একটি গোষ্ঠী যুক্ত আছে। বংশগোপালে বলেন, ‘আমার ফোন ট্যাপ করা হয়েছিল। এর আগেও কলকাতার আলিমুদ্দিনের সিপিএমের এক জন মহিলাকে পাঠানো হয়েছিল আমার কাছে। পরে সেটা বোঝা যায় যে এটা তৈরি করা ঘটনা। বুদ্ধবাবুর আমলে আমি যখন মন্ত্রী ছিলাম, তখনও হাওড়ার এমন নানান ধরনের কাজ করতেন।’
উল্লেখ্য, সিপিএম নেত্রী ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলর বংশগোপালের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, একটি সংগঠনের বিষয়ে জানার জন্য তিনি বংশগোপালকে ফোন নম্বর দেন। পরবর্তী কালে ফোনে মেসেজ করে নানা অশ্লীল কথা বলতে বংশগোপাল।
তথ্য: বিশ্বদেব ভট্টাচার্য