আজকাল ওয়েবডেস্ক: প্রখর বৈশাখ। তীব্র দাবদাহ। চলতি সপ্তাহে দাবদাহ যে হারে বেড়েছে তাতে একপ্রকার নাজেহাল রাজ্যবাসী। তার মাঝেই কিছুটা স্বস্তি মিলেছে শনিবারের রাতে। হাওয়া অফিস সূত্রের খবর, শনিবারের পর, রবিবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি সম্ভাবনা। কেবল রবিবার নয়, আগামী সপ্তাহেও হতে পারে ঝড়-বৃষ্টি। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত।
ঝড়বৃষ্টির পূর্বাভাস এপ্রিলের বাকি কয়েকদিন জুড়েই। হাওয়া অফিস সূত্রের খবর মে মাসের ২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা বাতাস, বজ্র বিদ্যুৎ। ৪০-৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।