রক্তচোষা কালো মাছি! একবার কামড়ালেই অন্ধ হয়ে যাবেন, দার্জিলিংয়ে ঘুরতে গেলে সাবধান...
আজকাল | ২৭ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বছরের যেকোনও সময়েই পর্যটকদের ভিড়ে ঠাসা উত্তরবঙ্গ। বিশেষত গরমকালে হাঁসফাঁস দশা থেকে রেহাই পেতে দার্জিলিং, কালিম্পংয়ে ছুটি কাটাতে যান পর্যটকরা। এবার সেই পাহাড়ি এলাকায় বিপদের আশঙ্কা। দার্জিলিং, কালিম্পংয়ে গিজগিজ করছে কালো রঙের খুদে রক্তচোষা মাছি। যা একবার কামড়ালেই অন্ধ হয়ে যেতে পারেন।
জানা গেছে, এই রক্তচোষা কালো মাছি দীর্ঘ কয়েক বছর আগেই দার্জিলিং, কালিম্পং খুঁজে পাওয়া গিয়েছে। যা নিয়ে গবেষণা চালাচ্ছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। গবেষকরা জানিয়েছেন, এই কালো রঙের রক্তচোষা মাছি আকারে অত্যন্ত ছোট হয়। যা খালি চোখে দেখাও যায় না। কেউ বুঝে ওঠার আগেই কামড়ে উড়ে যেতে পারে। প্রাথমিকভাবে ত্বকের উপরিভাগ ফুলে ওঠে। ক্রমেই ঘনায় বিপদ।
এই মাছির মধ্যে এমন একধরনের জীবাণু রয়েছে, যা অন্ধত্বের অন্যতম কারণ। একবার কামড়ালে রক্তচোষা কালো মাছি থেকে জীবাণু মানুষের দেহে প্রবেশ করে। রক্তের মাধ্যমে পৌঁছে যায় চোখে। ধীরে ধীরে দৃষ্টি কমে যায়। চরম পরিনতি হিসেবে অন্ধ হয়ে যায় মানুষ।
স্থানীয়রা এই কালো মাছিকে 'পিপাসা' বা 'পোটু' বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, একে বলা হয় রিভার ব্লাইন্ডনেস। বিশেষত খড়স্রোতা নদীর আশেপাশে এর দেখা মেলে। যদিও এখনও পর্যন্ত রিভার ব্লাইন্ডনেস-এ আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি উত্তরবঙ্গে। কিন্তু বিজ্ঞানীদের আশঙ্কা, বাড়তি সতর্ক না থাকলেই যেকোনও মুহূর্তে বিপদ ঘনাতে পারে।