দিনের আলোয় এলোপাথাড়ি গুলি চলল রামপুরহাটে, মৃত্যু ২৮ বছরের যুবকের...
আজকাল | ২৭ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রামপুরহাট থানার অন্তর্গত শালবদরা নিরিশা এলাকায় রবিবার দিনের আলোয় এলোপাথাড়ি গুলি চলার ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ২৮ বছরের এক যুবকের। ঘটনায় এলাকায় চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় সূত্রে খবর, এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ ১০ জনের একটি দুষ্কৃতী দল ২৮ বছর বয়সি সুদীপ বাসকি নামের ওই যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় সুদীপকে তৎক্ষণাৎ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা গুলির শব্দে এলাকা ত্রস্ত হয়ে পড়ে। ঘটনার পর অভিযুক্ত দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকায় অভিযান শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা বলে প্রাথমিকভাবে অনুমান করছে তারা। এলাকার মানুষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে পুলিশ।