• মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনে মূল অভিযুক্ত গ্রেফতার, হাওড়া থেকে ধরল STF
    আজ তক | ২৭ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদে গত মাসে ঘটে যাওয়া পিতা-পুত্র হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফেকারুল মোহাক (২৪), যিনি শামসেরগঞ্জ এলাকার বাসিন্দা। তাকে গ্রেফতার করা হয় হাওড়া জেলার ডোমজুর এলাকা থেকে, গত রাতে।

    ১২ এপ্রিল মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ এলাকায় পিতা-পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল, ফলে তাঁদের মৃত্যু ঘটে। এই ভয়াবহ হত্যাকাণ্ডটি সমাজে আতঙ্ক সৃষ্টি করেছিল। এসটিএফের সূত্র অনুযায়ী, ফেকারুল ওই সময় হিংসার সঙ্গে জড়িত ছিল এবং হত্যার ঘটনা ঘটে যাওয়ার পর থেকে সে পলাতক ছিল।

    এসটিএফের কঠোর নজরদারির ফলে এই গ্রেফতারি সম্ভব হয়েছে। পুলিশ জানায়, হত্যার সঙ্গে জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে। তদন্তকারীরা মনে করছেন, এই হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় একাধিক অপরাধী গ্রুপের হাত থাকতে পারে। এই ঘটনায় পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ডের মোটিভ ও অন্যান্য পলাতক অভিযুক্তদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে।
     

     
  • Link to this news (আজ তক)