আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা বেড়েছে রাজ্যের। হাঁসফাঁস করা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের ছয় থেকে সাত জেলায় তাপপ্রবাহ হয়েছে। বৃষ্টির জন্য রীতিমতো চাতক পাখির মতো অবস্থা বঙ্গের মানুষের। এরই মধ্যে এবার স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। ফের বঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এর জেরে কমবে পারদ।
চলতি সপ্তাহে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদা,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় অতিরিক্ত তাপমাত্রার কারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বৃষ্টি হলে সব জেলাতেই তাপমাত্রা কমবে। অন্যদিকে, কলকাতায় গত তিনদিন ধরেই অসহ্য গরম ছিল। আজ থেকে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা জারি করা হয়েছে।
পাশাপাশি, উত্তর ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে আগামী কয়েকদিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।