• পহেলগাম কাণ্ডে বাংলার নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ২৭ এপ্রিল ২০২৫
  • পহেলগাম জঙ্গি হানায় নিহত হয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার তিনজন। স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে এই তিনজনের পরিবারে। এমতাবস্থায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

    রাজ্য সরকারের পক্ষ থেকে পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জন মিশ্র এবং বেহালার বাসিন্দা সমীর গুহ-এর পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রীকে এবং বাবাকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যেহেতু নিহত বিতান অধিকারীর অবর্তমানে তাঁর বাবা-মা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন তাই তাঁদের কিছু অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে। আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি বিতানের বাবা-মাকে পেনশন দেওয়ার কথা জানানো হয়েছে। মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

    এমনকি তাঁদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দেওয়া হবে। এর আগে বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিতান অধিকারীর বাবা-মায়ের মাসিক ওষুধের খরচ হিসেবে ১২ হাজার টাকা তিনি দেবেন। এছাড়াও, জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে বাংলার যে জওয়ান শহিদ হয়েছেন, তাঁর পরিবারকেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেহট্টের সেনার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।

    শনিবার নবান্নে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল। তিনি টেলিফোনের মাধ্যমে তাঁদের সঙ্গে কথা বলেন। এই সময়ই তিনি পহেলগাম জঙ্গি হানায় বাংলা থেকে যাঁরা নিহত হয়েছেন তাঁদের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)