• এবার পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক অভিষেকের
    প্রতিদিন | ২৭ এপ্রিল ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পহেলগাঁও (Pahalgam Attack) আবহে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে আর সার্জিক্যাল স্ট্রাইক নয়! এবার সরাসরি পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক্স হ্যান্ডেলে রবিবারের পোস্টে বিঁধেছেন কেন্দ্রকেও। কাশ্মীরে জঙ্গি হামলার নেপথ্যে নিরাপত্তার গাফিলতি নিয়ে তদন্ত না করে ‘ন্যারেটিভ’ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।

    রবিবার এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ‘গত কিছুদিন ধরে আমি একাধিক বৈদ্যুতিন সংবাদমাধ্যম ও কেন্দ্রের পদক্ষেপের দিকে নজর রাখছিলাম। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যের নিরাপত্তায় গাফিলতি নিয়ে সঠিক তদন্তের বদলে একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা একটি বিশেষ রাজনৈতিক দলকে সাহায্য করছে।’
  • Link to this news (প্রতিদিন)