শাহজাদ হোসেন, মুর্শিদাবাদ: জাফরাবাদে বাবা-ছেলে খুনে গ্রেপ্তার আরও এক সন্দেহভাজন। হাওড়ার জোমজুড় থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল বা সিট। শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর। এনিয়ে জোড়া হত্যা কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ফেকারুল শেখ। অভিযুক্ত সামশেরগঞ্জের সুলিতলার এলাকা বাসিন্দা। সে পেশায় রাজমিস্ত্রি। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ ও ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ফেকারুলের সন্ধান পান তদন্তকারীরা। জোড়া খুনের পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। আশ্রয় নেয় ডোমজুড়ে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জোমজুড়ে অভিযান চালায়। সেখান থেকেই ফেকারুলকে গ্রেপ্তার করা হয়।
মুর্শিদাবদের অশান্তিতে ১২ এপ্রিল জাফরাবাদের বাবা-ছেলে খুন হন। হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে বাড়ি টেনে গিয়ে খুনের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য। প্রথমে গ্রেপ্তার হয় কালু নাদাব ও দিলদার নাদাব নামে দুই ভাই। পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে অন্যতম মূল চক্রী জিয়াউল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এবার সিটের জালে আরও এক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ফেকারুলের বিরুদ্ধে ঘটনার সময় এলাকায় উপস্থিত ও ঘটনায় যুক্ত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে।