অস্ত্র হাতে ‘পাকিস্তান ভাইয়া’! সন্দেহজনক পোস্ট করে আটক কৃষ্ণনগরের যুবক
প্রতিদিন | ২৭ এপ্রিল ২০২৫
সঞ্জিত ঘোষ, নদিয়া: কাজের জন্য দুবাইতে গিয়েছিলেন নদিয়ায় কৃষ্ণনগরের যুবক রানা বিশ্বাস। পরে তিনি বাড়ি ফিরে আসেন। এবার তাঁর ফেসবুক পোস্টের ছবি ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য। পাথুরে এলাকায় অস্ত্র নিয়ে রয়েছেন ব্যক্তি। পাহাড়ি এলাকায় অস্ত্র নিয়ে হেঁটে যাচ্ছে এক ব্যক্তি। কোনও শপিংমলে অন্য দু’জনের সঙ্গে সেলফি। এইসব ছবি পোস্ট করেছেন রানা। ছবির ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, ‘মাই ফ্রেন্ড’, ‘ফ্রেন্ড ভাই লোগ’। তাঁর সঙ্গে কি পাকিস্তানের জঙ্গিদের যোগসাজস রয়েছে? সেই প্রশ্ন উঠেছে।
গত সপ্তাহেই কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক মারা গিয়েছে। ঘটনায় পাক জঙ্গিগোষ্ঠীর হাত আছে বলে খবর। সেনা জওয়ানরা বিভিন্ন জায়গায় খানাতল্লাশি চালাচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ। সেই পরিস্থিতিতে রানার এই ফেসবুক পোস্ট ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। রানার সঙ্গে কি কোনওভাবে জঙ্গিদের পরিচয় রয়েছে? কোথায় সেই ছবি রানা তুলেছিল? রানার বর্তমান গতিবিধি কি? সেই প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তে নেমে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাস শুরু করেছে। গতকাল শনিবার থেকে থানাতেই তাঁর জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর। তদন্তের স্বার্থে পুলিশ এই বিষয়ে এখনই কোনও কথা বলতেও চাইছে না।
জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণনগর লাগোয়া ভান্ডারখোলা মল্লিকপাড়া এলাকায় বাড়ি ওই যুবকের। কলেজের পড়াশোনা শেষ করে সে চাকরির পরীক্ষাও দিচ্ছিল বলে খবর। তার মধ্যেই দুবাইতে কাজের খবর আসে। সেই মতো দেড় লক্ষ টাকা ব্যয় করে রানার পরিবার তাকে সেখানে পাঠিয়েছিল। এমনই দাবি করেছেন রানার মা। তিনি দাবি করেছেন, দুবাইতে গেলেও ছেলেকে কাজ দেওয়া হয়নি। সেখানে সাতদিন থাকার পর রানা বাড়ি ফিরে আসে। রানার সঙ্গে ছবির বন্দুকধারীদের কীভাবে যোগাযোগ হয়েছিল? রানার কতটা বন্ধু তারা? সেই বিষয়ে তেমন কিছুই তিনি জানেন না। এমন কথাই জানিয়েছেন রানার মা। তদন্তকারীরা রানার বাবা-মাকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন বলে খবর। এই ঘটনায় প্রতিবেশীদের মধ্যেও যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
পহেলগাঁওতে জঙ্গি হামলার পরে ক্ষোভে ফুঁসছে ভারত। পাকিস্তানি জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি চলছে। এদিকে পাকিস্তানি বন্দুকধারীদের সঙ্গে রানা ছবি তুলে, সেইসব সোশাল মিডিয়ায় পোস্ট করেছে। রানার সঙ্গে কীভাবে জনৈক বন্দুকধারীদের আলাপ হল? কেন তাদের ‘ভাই’ বলে ছবির ক্যাপশন দেওয়া হল? জঙ্গিদের সংস্পর্শে কি রানা এসেছে? জঙ্গি কার্যকলাপে কি যোগ আছে রানার? সেসব প্রশ্ন উঠেছে। পুলিশ সব তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।