রামপুরহাটে দিনেদুপুরে শুটআউট, দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ব্যবসায়ীর
প্রতিদিন | ২৭ এপ্রিল ২০২৫
নন্দন দত্ত, বীরভূম: রবিবার দিনেদুপুরে শুটআউট! দুষ্কৃতীদের গুলিতে মারা গেলেন এক পাথর ব্যবসায়ী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। ২৮ বছর বয়সী মৃত ওই যুবকের নাম সুদীপ বাসকি। কী কারণে এই শুটআউট, সেই বিষয়ে তল্লাশি শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটের শালবদরা নিরিশা এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ী যুবক। ওই এলাকাতেই তাঁর পাথরের ব্যবসা আছে বলে খবর। আজ রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ছিলেন। তাঁর সঙ্গে থাকা ব্যাগে টাকাও ছিল বলে খবর। সেসময় ১০ জনের একটি দুষ্কৃতী দল ওই এলাকায় হানা দেয়। অভিযোগ, সুদীপকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। এই হামলার ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। লোকজন নিরাপদ জায়গায় প্রাণভয়ে লুকিয়ে পড়েন বলে খবর। দুষ্কৃতীরা দ্রুত ওই এলাকা ছাড়ে। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। দুষ্কৃতীরা চলে গেলে দ্রুত তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান বলে খবর।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় রামপুরহাট থানার বিশাল পুলিশ। ব্যক্তিগত শত্রুতার জেরেই কি এই ‘খুন’? নাকি ব্যবসায়িক কোনও কারণে এই হামলা? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। এভাবে দুষ্কৃতীরা এসে প্রকাশ্যে দিনেদুপুরে ‘খুন’ করে গেল! ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রবল ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে। পুলিশ স্থানীয়দের এই বিষয়ে আশ্বস্ত করেছে। কোন রাস্তা দিয়ে দুষ্কৃতীরা এসেছিল? গুলি চালিয়ে কোন রাস্তা ধরে তারা এলাকা ছেড়েছে? সেই তথ্য নিয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে বলে খবর।