• শারীরিক অসুস্থতায় পরীক্ষা দেওয়া হয়নি, ক‌্যানসার আক্রান্ত ছাত্রীকে দ্বাদশ শ্রেণিতে ভর্তিতে নারাজ স্কুল!
    প্রতিদিন | ২৭ এপ্রিল ২০২৫
  • অর্ক দে, বর্ধমান: ক্যানসার আক্রান্ত ছাত্রী শারীরশিক্ষা পরীক্ষা দিতে পারেনি। আগাম জানানোর পরেও তাকে একাদশ শ্রেণির পরীক্ষায় সার্বিকভাবে অনুত্তীর্ণ করে দেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর তাই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়ালেন অভিভাবক। আক্রান্ত ছাত্রীর দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছে, বর্ধমানের মহারানি অধিরানি বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির কলা বিভাগের ওই ছাত্রী গত এক বছরের বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত। নিয়মিত চিকিৎসার মধ্যে রয়েছে। এবছর একাদশ শ্রেণির সবকটি বিষয়ে পরীক্ষা দিয়েছিল। শারীরিক অসুস্থতার কারণের শারীরশিক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারেনি। অসুস্থতার কারণে সে পরীক্ষা দিতে যেতে পারবে না। অভিভাবকদের তরফে স্কুলকে এই কথা বলাও হয়েছিল বলে খবর।

    অভিভাবকরা স্কুলে যোগাযোগ করলে তাঁদের ছাত্রীর শারীরিক অসুস্থতার প্রমাণ স্কুলে জমা দেওয়ার জন্য জানায় স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের অভিযোগ, স্কুলের নির্দেশ মতো সমস্ত নথি জমা দেওয়া হলেও, পরে আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করা হয়নি। পরীক্ষায় অনুপস্থিত থাকার কারণে তাকে শারীরশিক্ষা বিভাগের অনুত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। ছাত্রীর মামা শেখ আনসার বলেন, ‘‘একটি পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার কারণে দ্বাদশ শ্রেণিতে ভর্তি নিচ্ছে না স্কুল। তার শারীরিক অসুস্থতার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ আগে থেকেই জানত। যেদিন আমার ভাগ্নির ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা ছিল। সেদিনই ওর ওষুধ খাওয়ায় দিন ছিল। সকালে ওষুধ খাওয়ায় পর সে অসুস্থ হয়ে পড়ার কারণে স্কুলে উপস্থিত হতে পারেনি। ক‌্যানসার আক্রান্ত রোগীর মানবিকতার খাতিরে অন্য দিন পরীক্ষার ব্যবস্থা করতে বললেও স্কুল কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করেনি।’’

    স্কুলের প্রধান শিক্ষিকা অপরাজিতা সরকার বলেন, ‘‘ছাত্রীর অভিভাবককে এই বিষয়ে উচ্চমাধ্যমিক কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল। কারণ, ফলাফল প্রকাশ হয়ে গেলে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কিছু করার থাকে না। পর্ষদের তরফে ওই ছাত্রীর জন্যে বিশেষভাবে পরীক্ষার ব্যবস্থা করলে স্কুল কর্তৃপক্ষ সেই নির্দেশ অনুযায়ী পরীক্ষা নেবে।’’ যদিও ছাত্রীর মামা শেখ আনসার বলেন, ‘‘এই বিষয়ে উচ্চমাধ্যমিক কাউন্সিলের জেলা অফিসে জানালে তাঁরা বিষয়টি স্কুল কর্তৃপক্ষের বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ক্যানসার আক্রান্ত হওয়ার পরেও মানসিক জোরে ভাগ্নি পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এখন একবছর নষ্ট হলে তার মানসিক অবস্থা ভেঙে পড়বে।’’
  • Link to this news (প্রতিদিন)