হাতে মাত্র আর তিন দিন। দিঘা জুড়ে সাজ সাজ রব। শান্তিযজ্ঞের আয়োজন শুরু। মাঙ্গলিক সানাইয়ের সুর ভাসছে সকাল থেকে। জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে ২৮ এপ্রিল, সোমবার শুরু হয়ে যাচ্ছে দিঘা থেকে ১১৬বি জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ। থাকছে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা। জেনে নেওয়া যাক বিস্তারিত।
মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে জেলা, রাজ্য, প্রতিবেশী রাজ্যের বহু মানুষ আসবেন দিঘায়। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। কয়েকমাস আগেই উত্তরপ্রদেশে মহাকুম্ভে বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। সেই দুর্ঘটনার কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামল কুমার মণ্ডল জানান, নন্দকুমার দিঘা ১১৬ বি জাতীয় সড়কে দিঘা গেট থেকেই যান নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ চেকপোস্ট থাকছে। যাঁদের গাড়ির পাস থাকবে তাঁরাই কেবল ভেতরে প্রবেশ করতে পারবেন। বাকি গাড়িগুলিকে বাইপাস হয়ে বিভিন্ন পার্কিং পয়েন্টে রাখার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও বেশ কিছু জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকছে। দিঘা গেট সংলগ্ন এলাকায়, দিঘা বাইপাসের জমিতে, হেলিপ্যাড ময়দানে, দিঘা স্টেট জেনারেল হাসপাতালের মাঠে, নিউ দিঘা-সহ একাধিক পার্কিং এরিয়া গড়ে তোলা হয়েছে।
প্রসঙ্গত, যাঁরা মন্দির দর্শনে যাবেন, তাঁরা ওল্ড দিঘা থেকে ১১৬ বি জাতীয় সড়ক ধরে তিন কিলোমিটার হেঁটে মন্দিরে পৌঁছতে পারবেন। নিউ দিঘা বাস ডিপো থেকে আসবেন তাঁরাও ১১৬ বি জাতীয় সড়ক ধরে শনি মন্দিরের সামনে দিয়ে হেঁটে যাওয়া যাবে। ট্রেনের যাত্রীরা ওল্ড দিঘার ওপর দিয়ে ও বাইপাস ধরে দু'দিক দিয়েই দিঘার জগন্নাথের মন্দিরে পৌঁছতে পারবেন।