হাসপাতাল থেকে ডিউটি করে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু নার্সের। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙাতে। মৃত নার্সের নাম ঊষা মণ্ডল (৫৫)। স্থানীয় সূত্রে খবর, তাঁর বাড়ি খাটুয়া পালপাড়া এলাকায়।
তিনি বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতালের নার্স ছিলেন। এ দিন সকালে তিনি ডিউটি করে স্বামীর স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। গোবরডাঙা থানার সমাদ্দার পাড়া এলাকায় স্কুটিটির সঙ্গে ধাক্কা লাগে একটি লরির। ছিটকে রাস্তায় পড়ে যান ঊষা এবং তাঁর স্বামী। তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের হাবরা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক ঊষাকে মৃত বলে ঘোষণা করেন।
এলাকাবাসী জানাচ্ছেন, এ দিন গ্রামীণ হাসপাতাল থেকে ডিউটি সেরে স্বামীর সঙ্গে স্কুটিতে করে ফিরছিলেন ঊষা। পাইপ লাইনের কাজের জন্য রাস্তা খারাপ ছিল বলে অভিযোগ স্থানীয়দের। উল্টোদিক দিক থেকে আসা একটি লরির সামনে পড়ে যান তাঁরা। লরিটির সামনের চাকায় পিষ্ট হয়ে যান ঊষাদেবী। গুরুতর জখম হন স্বামীও। দু’জনকেই উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঊষাদেবীকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং তাঁর স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এর পরেই রাস্তা খারাপ এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধও করা হয়। পরে সেখানে পৌঁছয় গোবরডাঙা থানার বিরাট পুলিশ বাহিনী। পাশাপাশি গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্তও সেখানে পৌঁছন। রাস্তা দ্রুত ঠিক করা হবে এই প্রতিশ্রুতি দেন তিনি। এর পরেই অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। এ দিকে ঊষার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।