শনিবার রাতে ব্যাপক ঝড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। কোথাও আবার উড়ে গিয়েছে টিনের চাল। এ দিন রাত থেকে গৃহহীন অবস্থায় কাটাচ্ছেন প্রায় ১০ থেকে ১৫ টি পরিবার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের হিজুলি গ্রামের। এলাকাবাসীদের দাবি, ঘটনার পর থেকে দেখা মেলেনি কোনও সরকারি আধিকারিকদের। মেলেনি কোনও সরকারি সাহায্যও। যদিও এলাকাবাসীদের অভিযোগের পর রবিবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করতে আসেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য আসাদুল শেখ ও স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ। জানা গিয়েছে, তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সমস্যা শুনে তাঁদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
শনিবার রাতে কলকাতা-সহ বিভিন্ন জেলায় ব্যাপক ঝড়বৃষ্টি হয়। সেই ঝড়ের তাণ্ডব থেকে বাদ যায়নি নদিয়াও। ঝড়ে ভেঙে পড়ে নদিয়ার হিজুলি গ্রামের একাধিক বাড়ি। উড়ে যায় টিনের চাল। ঘটনার পর থেকে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকাবাসীরা। তাঁদের দাবি, শনিবার রাত পেরিয়ে রবিবার দুপুর হয়ে গেল। কিন্তু কোনও রকম সরকারি সাহায্য পাননি। এখনও পর্যন্ত দেখা মেলেনি কোনও সরকারি আধিকারিকের।
এ বিষয়ে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য আসাদুল শেখ বলেন, ‘স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা রবিবার বিকেলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন।’ এর পরই এ দিন বিকেলে এলাকা পরিদর্শনে আসেন স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আবাস যোজনার ঘর দেওয়া যায় কি না খতিয়ে দেখা হচ্ছে।