• নৈহাটির বড়মার অন্নকূট উৎসব, জানেন এ দিন কী কী ভোগ দেওয়া হয় মাকে?
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৫
  • বৈশাখের অমাবস্যায় নৈহাটির বড়মার অন্নকূট উৎসব। ৪ থেকে সাড়ে ৪ হাজার কেজির অন্নভোগে পূজিত হলেন বড়মা। আর এই উৎসবে শামিল হতে রবিবার সকাল থেকে হাজার হাজার ভক্ত আসছেন। বড়মার মন্দিরের মূল কথাই হলো, ‘ধর্ম হোক যার যার, বড় মা সবার।’ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে নৈহাটির বড়মাকে নিয়ে রয়েছে আলাদা ভক্তি, উন্মাদনা। দীপান্বিতা কালীপুজোর দিন লক্ষাধিক ভক্তের সমাগম তো হয়ই। বছরভরই ভক্তেরা আসেন বড়মার দর্শনে। রবিবারও লম্বা লাইন মন্দিরের সামনে। দুপুর থেকে শুরু হয়ে গিয়েছে ভোগ বিতরণ।

    শনিবার রাতের ঝড়জলে তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি মিলেছে। রবিবার সকাল থেকেই বড়মার মন্দিরের সামনে ভক্তের ঢল। রোদ থাকলেও তা উপেক্ষা করেই অরবিন্দ রোডে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। রয়েছে কড়া পুলিশি নিরাপত্তাও।

    নৈহাটি বড়কালী মন্দিরের ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, এই অন্নকূট উৎসবের ১২ বছর অতিক্রান্ত হলো। এই দিনটায় বড়মার পুজোর সঙ্গে অন্নপূর্ণারও পুজো হয়। অন্নকূট আসলে অন্নের পাহাড়। এ দিন মন্দিরের ভিতর তেমন ছবিই দেখা গিয়েছে। ফুলের সাজে সাজানো হয়েছে অন্নকূটের স্থান।

    তাপস ভট্টাচার্যের কথায়, ‘৪ থেকে সাড়ে ৪ হাজার কিলো ভোগ রয়েছে অন্নকূটে। পোলাও, আলুর দম, পাঁচ রকমের ভাজা, চাটনি, পায়েস রয়েছে। সমস্ত প্রসাদই ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। দুপুর ৩টে থেকে ভক্তরা সেই প্রসাদ পাবেন।’ বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত বিশেষ পুজো হয়েছে। যে হেতু গরম, তাই মন্দিরের সামনে সুবিশাল ছাউনি তৈরি করা হয়েছে ভক্তদের জন্য। কুলার, পাখাও রয়েছে। আছে পানীয় জল, ORS-এর ব্যবস্থা।

  • Link to this news (এই সময়)