• শিলিগুড়ির পর দিনহাটায় মিলল মর্টার শেল! উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং বিএসএফ
    আনন্দবাজার | ২৭ এপ্রিল ২০২৫
  • শিলিগুড়ির পরে এ বার কোচবিহারের দিনহাটায় উদ্ধার মর্টার শেল। স্থানীয় সূত্রে খবর, কোচবিহারের চ্যাংড়াবান্ধা হেলাপাকরি এলাকায় একটি পুরনো মর্টার শেল দেখতে পান স্থানীয়েরা। রবিবার সে নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় পুলিশ এবং সীমান্তরক্ষা বাহিনীর কাছে।

    স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে চ্যাংড়াবান্ধায় একটি পাথরের স্তুপের মর্টার শেলটি দেখতে পান কয়েক জন শ্রমিক। তাঁদের মাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর মর্টার শেল দেখতে ভিড় জমে যায়। তার পরেই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ-প্রশাসন এবং বিএসএফকে। একাধিক পাহাড়ি নদীর ধার থেকে ট্রাকে করে পাথর নিয়ে এসে চ্যাংড়াবান্ধায় জড়ো করে রাখেন এলাকার কয়েক জন ব্যবসায়ী। সেখান থেকে ওই পাথরগুলি বাংলাদেশে রফতানি হয়। হেলাপাকরি এলাকায় থাকা তেমনই একটি পাথরের স্তূপে পাওয়া যায় মর্টার শেলটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নদী থেকে যখন ট্রাকে করে পাথর তুলে আনা হয়েছিল, তখনই মর্টার শেলটি পাথরের সঙ্গে চলে আসে।

    এলাকার বাসিন্দা ইসব আলি বলেন, ‘‘প্রথমে শ্রমিকেরা এই মর্টার শেলটি দেখতে পায়। আমরা প্রশাসনকে খবর দিয়েছি। এখন যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নেবে। তবে এই ঘটনায় এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল এখান থেকে বেশ কয়েক’টি ট্রাকে পাথর ভরা হচ্ছিল। মনে করা হচ্ছে, সেই সময় পাথরের স্তূপের ভিতর থেকে এটি বেরিয়ে এসেছে।’’ কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘‘জং ধরা লোহার ধাতব একটি বস্তু পাওয়া গিয়েছে। আমরা ইতিমধ্যে বিষয়টি সেনাকে জানিয়েছে।’’
  • Link to this news (আনন্দবাজার)