• অবশেষে বৌবাজার হয়ে ছুটতে চলেছে মেট্রো, ফাঁড়া কাটিয়ে নতুন আলো পাতালপথে
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৫
  • কবে পাতালপথে জুড়বে এসপ্ল্যানেড-শিয়ালদহ, এখন সকলেরই সেই প্রশ্ন। প্রায়শই সিগন্যালিংয়ের কাজ হচ্ছে পরিষেবা বন্ধ রেখে। তবে রবিবার আশার আলো দেখা গেল। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সেকশনে গ্রিন লাইন পরিদর্শন করলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)।

    সিআরএস সুমিত সিংঘল এ দিন সাব সিস্টেম থেকে, রেল ট্র্যাক, টানেল, টানেলের ভেন্টিলেশন সিস্টেম, এমার্জেন্সি রেসপন্স ফিচার, ট্রেন— সবই খতিয়ে দেন। অর্থাৎ কোনও মেট্রো সেকশন শুরুর আগে যা যা খতিয়ে দেখা দরকার, এ দিন সবই দেখেন সিআরএস।

    রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইনস্পেকশন চলে। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, সিআরএস সমস্ত আয়োজন নিয়ে সন্তোষও প্রকাশ করেছেন। ফলে এ বার সিআরএসের অনুমোদিত চিঠির অপেক্ষা। সেই ছাড়পত্র এলেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইনে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। এই রুটেই জুড়বে শিয়ালদহ। নিঃসন্দেহে এ পথ চালু হলে কলকাতা মেট্রোর হাত ধরে শহরের গণপরিবহণে নয়া দিগন্ত খুলে যাবে।

    ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের মধ্যে এই গ্রিন লাইন। গ্রিন লাইনের দু’টি ভাগ রয়েছে। গ্রিন লাইন-১ ও ২। প্রথমটি সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অবধি, দ্বিতীয়টি এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি। তবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রো চালু হয়ে গেলে, তখন একটাই গ্রিন লাইন হবে।

    তবে এই গ্রিন লাইন জুড়তে কম বাধা পেতে হয়নি কর্তৃপক্ষকে। বৌবাজারে টানেল খুঁড়তে গিয়ে কী পরিস্থতি হয়েছিল, তা সকলেরই জানা। তবে সে সব ফাঁড়া কাটিয়ে এ বার পাতালপথে আলোর দিশা। হয়ত খুব শীঘ্রই এ পথে ছুটবে মেট্রো।

  • Link to this news (এই সময়)