• বেহালার নার্সিংহোমে আগুন, আতঙ্কে ছোটাছুটি রোগীর আত্মীয়দের
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৫
  • বেহালার বরিশায় এক বেসরকারি নার্সিংহোমে আগুন। আতঙ্কে রোগী ও রোগীর আত্মীয়রা। রবিবার নার্সিংহোমের তিন তলার সার্ভার রুমে আগুন লাগে। প্রায় ৭টা ২০ নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। আগুন খুব বেশি ছড়ায়নি। তবে উদ্বেগ-আতঙ্কের ছবিটা স্বাভাবিক ভাবেই দেখা যায়।

    অনেক রোগীর আত্মীয়রা সে সময়ে ছিলেন না। খবর পেয়ে ছুটে আসেন অনেকেই। সূত্রের খবর, ওই নার্সিংহোমের পাশেই একটি আরও একটি ক্লিনিক রয়েছে। সেখানে কয়েক জন রোগীকে স্থানান্তরিত করা হয়। বাকিদের অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

    তবে আগুনের ভয়াবহতা সে ভাবে না হলেও, ঘটনার পর হইচই শুরু হয়ে যায় নার্সিংহোম চত্বরে। অ্যাম্বুল্যান্স এনে রোগীদের স্থানান্তরিত করার তৎপরতা নজরে আসে। কারণ, অগ্নিকাণ্ড ঘটলে, সে ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তা নিয়ন্ত্রণে আনতে হয়।

  • Link to this news (এই সময়)