• 'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা...
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৫
  • মিল্টন সেন

    পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ানের রিষড়ার বাড়িতে এসে পরিবারকে আশ্বস্ত করে গেলেন বিএসএফ আধিকারিকরা। জানিয়ে গেলেন, হিম্মত রাখো। শীঘ্রই ঘরে ফিরবে বিএসএফ জওয়ান। 

    উল্লেখ্য, কর্মরত অবস্থায় ভুল বশত পাকিস্তানে ঢুকে পরেছিলেন বিএস এফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পাক রেঞ্জারসের হাতে বন্দি হন ২৪ ব্যাটেলিয়নের ওই জওয়ান। তারপর চারদিন পেরিয়ে গেছে। কবে তিনি মুক্তি পাবেন তা এখনও পরিষ্কার নয়। তাই চরম উৎকণ্ঠায় রিষড়ার বাড়িতে দিন কাটাচ্ছে জওয়ানের পরিবার।

    জানা গিয়েছে, তাঁকে ফেরানোর লক্ষ্যে ভারত সরকার এবং বিএসএফ সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে। ফ্ল্যাগ মিটিং হয়েছে। তবে পাকিস্তানের তরফে এখনও কোনও সবুজ সংকেত মেলেনি। এমন পরিস্থিতিতে পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং পরিবারের সদস্যরা পাঠানকোট যাওয়ার বিষয়ে স্থির করেছেন। সোমবার তারা বিমানে করে পৌঁছাবেন পাঞ্জাব।

    রবিবার সকালে বিএসএফের আট সদস্যের একটি দল রিষড়া আসেন। পৌঁছন জওয়ানের বাড়িতে। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। মিনিট পরেনো কথা বলার পর তারা বেরিয়ে যান। জানা যায়, পূর্ণমের নামে তাঁরা পুজো দিয়েছিলেন। সেই পুজোর ডালা নিয়ে এদিন তাঁরা এসেছিলেন রিষড়ার বাড়িতে।

    পূর্ণমের স্ত্রী রজনী সাউ জানিয়েছেন, সোমবার দুপুর একটার বিমানে তাঁরা চন্ডিগড় পৌঁছবেন।সেখান থেকে তাঁরা যাবেন পাঠানকোট। পূর্ণমের বাবা ভোলানাথ সাউ জানান, বিএসএফের আধিকারিকরা তাঁদের সঙ্গে দেখা করতে রিষড়ার বাড়িতে এসেছিলেন।

    তাঁরা শুধু জানিয়ে গেছেন, 'আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরিয়ে নিয়ে আসা হবে।' এদিন বিএসএফ আধিকারিকরা বাড়িতে আসায় কিছুটা হয়েও ভরসা পেয়েছে জওয়ানের পরিবার। বিএসএফের তরফে বলা হয়েছে, "হিম্মত রাখো, লড়কা জলদি আ যায়েগা"।

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)