• টাকার বিনিময়ে ভুয়ো বার্থ সার্টিফিকেট! পাসপোর্ট তৈরি করতে গিয়েই বিপত্তি
    প্রতিদিন | ২৮ এপ্রিল ২০২৫
  • ধীমান রায়, কাটোয়া: জাল সংশাপত্র তৈরির অভিযোগ। সাইবার ক্যাফের মালিককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। পুলিশ জানায় ধৃতের নাম শেখ হাসনত জামান ওরফে কচি শেখ। তাঁর বাড়ি ভাতারের পাটনা গ্রামে।

    ভাতারের এড়াচিয়া গ্রামের এক দম্পতি হজযাত্রার জন্য গত মার্চ মাসে পাসপোর্টের আবেদন করেছিলেন। ওই আবেদনের সঙ্গে বধূ তাঁর জন্ম সার্টিফিকেটের প্রতিলিপি জমা করেন। পাসপোর্টের আবেদনের ভিত্তিতে ডি আই বি (ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ) দম্পতির নথিপত্র খতিয়ে দেখার সময় জানতে পারে মহিলার দাখিল করা জন্ম সংশাপত্রটি জাল। মহিলার বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়। তার ভিত্তিতে শনিবার সকালে এড়াচিয়া গ্রামের ওই গৃহবধূকে গ্রেপ্তার করা হয়। যদিও আদালতে পাঠানোর পর মহিলার জামিন মঞ্জুর করেন বিচারক। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তিনি পরিচিতের সুবাদে পাটনা গ্রামের বাসিন্দা শেখ হাসনত জামানের মাধ্যমে জন্ম সংশাপত্র বের করান। কিন্তু মহিলা আদৌও জানতেন না যে শেখ হাসনত জামান প্রতারণা করেছেন!

    প্রসঙ্গত, ভাতারের বলগোনা বাজারে একটি সাইবার ক্যাফে চালান শেখ হাসনত জামান। পুলিশ ওই বধূর কাছে তাঁর নাম জানতে পেরে পাটনা গ্রামে কচি শেখের বাড়িতে যায়। কচি শেখ স্বীকার করেন, তিনি ওই মহিলার সঙ্গে প্রতারণা করে টাকার বিনিময়ে জাল জন্ম সংশাপত্র তৈরি করেছিলেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে শুধুমাত্র এড়াচিয়া গ্রামের ওই গৃহবধূকেই নয়, আরও বহু মানুষকে টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট তৈরি করে দিয়েছেন যুবক। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ভাতার থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)