৪ হাজার কিলোর ভোগ! বড়মার মন্দিরে অন্নকূট উৎসবে ভক্তের ঢল
প্রতিদিন | ২৮ এপ্রিল ২০২৫
অর্ণব দাস, বারাকপুর: নৈহাটির বড়মার মন্দিরে পালিত হল অন্নকূট উৎসব। বড়মার পাশাপাশি এদিন পূজিত হলেন দেবী অন্নপূর্ণা। চারহাজার কিলো অন্নের পাহাড় তৈরি করে দেবীকে ভোগ নিবেদন করা হয় এদিন। অন্নকূট উৎসব উপলক্ষে এদিন বড়মার মন্দিরের ভিড় জমান দর্শনার্থীরা।
শতবর্ষ প্রাচীন নৈহাটির বড় কালী পুজো। রবিবার ট্রাস্টের পক্ষ থেকে বড়মার মন্দিরে আয়োজন করা হয় অন্নকূট উৎসবের। চার হাজার কিলো অন্নের পাহাড় তৈরি করে দেবীকে নিবেদন করা হয়। এই দিনের অন্নকূট উৎসবে উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার পুরপ্রধান তথা নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্টের সভাপতি অশোক চট্টোপাধ্যায়, সম্পাদক তাপস ভট্টাচার্য্য-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপচে পড়েছিল দর্শনার্থীদের ভিড়। একথা মাথায় রেখে আগেভাগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল মন্দির চত্বরে।