জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে দিঘায় শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। অক্ষয় তৃতীয়ার দিনেই উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির। এই মন্দির উদ্বোধনের আগে যাতে আর কোনও বিপত্তি বা দুর্ঘটনা না ঘটে সেই দিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। শনিবার রাতেই দমকা ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে জগন্নাথ মন্দিরের অদূরে তৈরি অস্থায়ী লাইটের গেট। তাই রবিবার সকাল থেকেই খুঁটিয়ে দেখা হচ্ছে সেখানের সমস্ত আলোক তোরণ।
জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য সেজে উঠছে দিঘা। আলোয় মুড়ে ফেলা হয়েছে রাস্তাঘাট। শনিবার রাতে দমকা ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে দিঘার জগন্নাথ মন্দির থেকে প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থিত অস্থায়ী গেটের লাইট। তাতে অবশ্য কেউ হতাহত হননি। এখন প্রায়দিনই ঝড় বৃষ্টি হচ্ছে। তাই কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না আধিকারিকরা। তাই রবিবার থেকেই বাড়তি তৎপরতা প্রশাসনের। ইতিমধ্যেই ঠিকাদার সংস্থাকে এই ধরনের ঘটনা এড়াতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।
সেই অনুযায়ী রবিবার সকাল থেকে ঠিকাদার সংস্থার তরফ থেকে আলোক তোরণগুলিকে শক্তভাবে বেঁধে ফেলার কাজ করা হয়। পাশাপাশি কয়েকটি তোরণকে একত্রিত করে আলোক স্তম্ভ তৈরি করা হয়েছে। আধিকারিকরা জানান, এর ফলে সেগুলি ভেঙে পড়বে না। বিদ্যুতের তার থেকেও যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। শনিবারের ঘটনার পর রবিবার সন্ধ্যায় আলোক তোরণগুলি দফায় দফায় পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস বলেন, ‘শনিবারের ঘটনা পরে আমরা এখন অনেক সতর্ক। আমরা ইতিমধ্যে আলোর দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছি। আলোকস্তম্ভ এবং তোরণগুলিকে শক্তপোক্তভাবে বাঁধার জন্য বলা হয়েছে। যাতে কোনও রকম বিপত্তি না হয় সেই দিকে আমাদের বাড়তি নজর আছে।’
(তথ্য সহায়তা: রঞ্জন মাইতি)