অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা...
আজকাল | ২৮ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অনুষ্ঠিত হয়ে গেলো অষ্টম 'মেদিনীপুর শ্রী' দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা। শনিবার বেলদা গঙ্গাধর এ্যাকাডেমি প্রাঙ্গণে আয়োজিত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার ইন্ডিয়া দামোদর চ্যাটার্জি, ভারত-শ্রী অজয় চ্যাটার্জি। বেলদা এ্যাথলেটিক ক্লাব এবং মেদিনীপুরে জেলা দেহ গঠন সংস্থার তরফে আয়োজিত প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন পূর্ব, পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রাম, তিন জেলার শতাধিক প্রতিযোগী।
ওজন ভিত্তিক নিয়ম অনুসারে পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। প্রত্যেক বিভাগে স্থানাধিকারী প্রতিযোগীদের আর্থিক পুরস্কার প্রদান করা হয়। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মোট ৬০ হাজার টাকা অর্থ মূল্য প্রদান করা হয়। ওজন অনুসারে প্রত্যেক বিভাগে বিজয়ী প্রতিযোগীদের নিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিম মেদিনীপুরের বেলদা এ্যাথলেটিক ক্লাবের চন্দন জানা। রানার্স আপ হয়েছেন একই জেলার অনুভব বেরা।