রাসমেলা মাঠের চারপাশে অস্থায়ী দোকান হটিয়ে দিল জেলা প্রশাসন
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরে ফুটপাথ দখল মুক্ত করতে আগেও কয়েকবার অভিযান চলছে। কিন্তু কিছুদিন পর অনেক এলাকায় আবারও অস্থায়ী দোকান গজিয়ে ওঠে। ফুটপাথ দখল করে গজিয়ে ওঠা তেমনই কিছু দোকান ফের সরিয়ে দিল প্রশাসন। রবিবার সকালে রাসমেলা সংলগ্ন এলাকায় আর্থমুভার দিয়ে ভেঙে দেওয়া হয় অস্থায়ী দোকানগুলি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিছু দিন আগে নোটিস দিয়ে ওই দোকানগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও ব্যবসায়ীরা সেই দোকান সরাননি।
কোচবিহারের মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, জেলাশাসকের নির্দেশ অনুসারে নোটিস দেওয়া হয়েছিল। সাত দিনের জায়গায় প্রায় ২০ দিন হতে চললেও কেউ দোকান সরানোর ব্যবস্থা নেয়নি। তাই প্রশাসন ও পুলিস গিয়ে সেসব সরিয়ে দিয়েছে। রাসমেলা মাঠের চারপাশে ফুটপাথে জবর দখল ছিলই। অস্থায়ী নির্মাণ রাসমেলা সংলগ্ন এলাকা থেকে আগেও সরিয়ে দেওয়া হয়েছিল।
রাসমেলা ময়দান নিয়ে সাধারণ মানুষের মনে আলাদা একটা ভাবাবেগ রয়েছে। প্রতিবছর রাসমেলার সময় কয়েক হাজার দোকান সহ সার্কাস, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সামনের রাস্তাতেও বসে প্রচুর দোকান। রাসমেলা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায়। কিন্তু তারপরও দেখা যায় রাসমেলা সংলগ্ন এলাকায় বেশ কিছু অস্থায়ী দোকান গজিয়ে ওঠে। কিছুদিন আগে মেলা মাঠ সংলগ্ন এলাকা থেকে দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছিল। ফের কিছু দোকান গজায়। প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে রাস্তার ফুটপাথ দখল করে ব্যবস্যা না করার নির্দেশ দেওয়া রয়েছে। ফুটপাথে চাকা লাগানো গাড়ি নিয়ে ব্যবসা করা যেতে পারে। কিন্তু রাতে সেই গাড়ি সরিয়ে নিতে হবে। এটাই নিয়ম। কিন্তু সেসবের তোয়াক্কা না করে বারবার ফুটপাথে অস্থায়ী দোকান গজিয়ে ওঠে। রাসমেলা ময়দান ও সংলগ্ন এলাকা দখলমুক্ত রাখতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। নিজস্ব চিত্র।