কোচবিহারে এবার প্রতি স্কুলে ভেষজ উদ্যান, উদ্যোগ জেলা আয়ুষ বিভাগের
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: এর আগে কোচবিহারে ভেষজ বাগান তৈরি হয়েছে। যা নিয়ে রাজ্যস্তরেও আলোচনা হয়েছে। এবার কোচবিহারের স্কুলে স্কুলে তৈরি হবে ভেষজ ব্যাঙ্ক। বেশকিছু স্কুলে ভেষজ গাছের বীজ ও চারার ব্যাঙ্ক গড়ে তুলে সেগুলি পাশ্ববর্তীতে স্কুলে স্কুলে বিতরণ করা হবে। আর এর মাধ্যমেই গড়ে উঠবে ভেষজ উদ্যান। ইতিমধ্যেই ওসব বীজ ও চারা বিতরণ শুরু হয়েছে।
কোচবিহার জেলায় বর্তমানে ১৩৮টি ভেষজ উদ্যান রয়েছে। আগামী তিন মাসে এইরকম আরও ১০০টি ভেষজ উদ্যান গড়ে তোলা হবে। জেলা আয়ুষ বিভাগের উদ্যোগে ও সংশ্লিষ্ট বিভাগের আয়ুর্বেদ চিকিৎসক ডাঃ বাসবকান্তি দিন্দার তৎপরতায় এই কাজ করা হবে। গোটা বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠে সম্প্রতি এ নিয়ে একটি বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল, ডাঃ বাসবকান্তি দিন্দা সহ অন্যান্যরা।
ডাঃ দিন্দা বলেন, এই প্রথম স্কুলে স্কুলে ভেষজ ব্যাঙ্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছি আমরা। আটটি স্কুল ও দু’টি কলেজে এর জন্য বীজ, চারা শনিবার বিতরণ করা হয়েছে। ১৬ প্রজাতির ভেষজ বীজ, গাছের চারা দেওয়া হয়েছে। ওই স্কুলগুলি থেকে আগামী দিনে চারা আশপাশের স্কুলে ছড়িয়ে দেওয়া হবে। আগামী তিন মাসের মাধ্যে আরও ১০০ স্কুলে ভেষজ বাগান গড়ে তোলার কাজে আমরা ঝাঁপিয়েছি।
সজনে, পেঁপে, বেল, আমলকি, ভৃঙ্গরাজ, হরিতকি, অশোক প্রভৃতি গাছ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশকিছু গাছের ফসল মিড ডে মিলের রান্নার কাজে লাগানো যাবে। পরিবেশ সৌন্দর্যায়নের কাজেও এই বাগান কাজে লাগবে। নিজস্ব চিত্র।