• জলাশয় ভরাটের প্রতিবাদ করায় হুমকির মুখে তৃণমূলের উপ প্রধান
    বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলাশয় ভরাটের প্রতিবাদ করায় খোদ তৃণমূল কংগ্রেসের উপ প্রধানকে হুমকি। রবিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শোভাবাড়ি এলাকায়। 

    উপ প্রধান মনোজ ঘোষের অভিযোগ, মাটি ফেলে এলাকার একটি বিরাট জলাশয় ভরাট করা হচ্ছে। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন তিনি। যারা ওই জলাশয় ভরাট করছে, আঙুল উঁচিয়ে তাঁকে শাসিয়েছে তারা। বিষয়টি বিডিওকে জানিয়েছেন তিনি। থানাতেও জানানো হয়েছে। রবিবার ঘটনাস্থলে পুলিস এসেছিল। উপ প্রধানের বক্তব্য, এলাকার মানুষকে সঙ্গে নিয়ে যেভাবেই হোক ওই জলাশয় ভরাট রুখবই। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে প্রয়োজনে এলাকায় রাস্তা অবরোধ হবে। 

    জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার বলেন, বিষয়টি পুলিসকে জানিয়েছি। জলাশয় ভরাট নিয়ে লিখিত অভিযোগ পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। তবে জমির কাগজপত্র কী রয়েছে, সেটাও খতিয়ে দেখা দরকার। 

    এদিকে, জমির মালিক বলাই দাসের দাবি, অন্যত্র আমার পুকুর সংস্কারের কাজ চলছে। সেখান থেকে মাটি এনে এখানে রাখা হয়েছে। মোটেই কিছু ভরাট করা হচ্ছে না। তাছাড়া জলাশয় বলে যেটি দাবি করা হচ্ছে, আদতে সেটি জলাশয় নয়। আমার কাছে জমির কাগজপত্র রয়েছে। 

    স্থানীয় বাসিন্দা স্বপন সরকার বলেন, যে জায়গাটি ভরাট করা হচ্ছে, সেখানে একসময় ইটভাটা ছিল। ভাটা বন্ধ হয়ে যাওয়ার পর প্রাকৃতিক নিয়মে জায়গাটি জলাশয়ে পরিণত হয়। শীতের সময় এখানে প্রচুর পাখি আসে। এখন সেটি মাটি ফেলে ভরাটের চেষ্টা করা হচ্ছে। এটা কিছুতেই হতে দেবেন না তাঁরা। জমির চরিত্র কী আছে জানি না। আমরা জানি, জায়গাটি জলাশয়। ফলে কোনওভাবেই সেটি ভরাট হতে দেব না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন হবে। 

    খড়িয়া পঞ্চায়েতের উপ প্রধান মনোজ ঘোষ বলেন, আমি গত ৪০-৪৫ বছর ধরে দেখে আসছি, জায়গাটি জলাশয়। মাছ চাষ করার নাম করে জায়গাটি একজন লিজে নেন বলে শুনেছিলাম। কিন্তু এখন দেখছি, মাটি ফেলে তা ভরাট করা হচ্ছে। প্রতিবাদ করায় আমাকে আঙুল উঁচিয়ে কথা বলা হয়েছে। পঞ্চায়েতের উপ প্রধান যদি হুমকির শিকার হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ কীভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাবেন? যদিও মনোজের দাবি, যেভাবেই হোক আমরা ওই জলাশয় ভরাট রুখবই।  এই জলাশয় ভরাটের অভিযোগ। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)