রাস্তা সংস্কারের কাজ শুরু, বন্ধ হল গজলডোবার ব্যারেজ সেতু
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রবিবার থেকে গজলডোবায় তিস্তা ব্যারেজের সেতুর উপর রাস্তা সংস্কারের কাজ শুরু হল। আর এরই জেরে বন্ধ করে দেওয়া হল ব্যারেজের সেতু দিয়ে যান চলাচল। ১৪০ দিনের জন্য ওই সেতু বন্ধ থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু উপলক্ষ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ২০২৩ সালে সিকিমে হ্রদ বিপর্যয়ে পাহাড় থেকে প্রচুর পাথর ও মাটি নেমে আসে নীচে। এর জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গজলডোবার তিস্তা ব্যারেজ। একইসঙ্গে ব্যারেজের সেতুর রাস্তাও বেহাল হয়ে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি সরেজমিনে ওই ব্যারেজের পরিস্থিতি দেখে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তারপরই ব্যারেজের সেতুর উপর রাস্তা সংস্কারে অর্থ বরাদ্দ হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, ১ কোটি ৪০ লক্ষ টাকায় ব্যারেজের সেতুর উপরের ওই রাস্তা সংস্কার হবে। পাশাপাশি ব্যারেজেরও কিছু কাজ হওয়ার কথা। এদিকে, গজলডোবার তিস্তা ব্যারেজের সেতু বন্ধ হয়ে যাওয়ায় শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্সের ওদলাবাড়ির সহজ যোগাযোগের পথ বন্ধ হয়ে গেল। এখন শিলিগুড়ি থেকে ডুয়ার্সে কোনও গাড়িতে পণ্য নিয়ে যেতে গেলে সেভক হয়ে আসতে হবে। সেক্ষেত্রে সেভকের করোনেশন সেতুর উপর দিয়ে গাড়িতে ১০ টনের বেশি পণ্য বহন করা যাবে না। অন্যথায় শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে ডুয়ার্সে পণ্য নিয়ে যেতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। নিজস্ব চিত্র