• তিন শহরে মন্দির উদ্বোধন অনুষ্ঠানের তোড়জোড়
    বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে হাতিয়ার করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলায় জোরদার প্রচারে নামল তৃণমূল শিবির। জেলার তিন শহর বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুরে টোটোতে মাইক বেঁধে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রচারাভিযান। পাশাপাশি জেলার আটটি ব্লকে মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার করা হবে। জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, আমরা জেলার শহরগুলিকেই প্রাধান্য দিচ্ছি। সবাইকে নিজের মতো করে কর্মসূচি করার কথা বলা হয়েছে। বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুরে বাইক নিয়ে শোভাযাত্রা হবে। ঢাকের ব্যবস্থা থাকছে। জগন্নাথের ছবিতে পুজো দিয়ে ঢালাও প্রসাদ দেওয়া হবে। পিছিয়ে নেই গঙ্গারামপুর পুরসভা। ১০০ টি টোটোতে মাইক বেঁধে জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রচার করা হচ্ছে। সঙ্গে শহরের প্রায় ৫০০ টি টোটোয় উদ্বোধনের প্ল্যাকার্ড লাগানো হয়েছে। ১৮টি ওয়ার্ডে এলইডি স্ক্রিনে দেখানো হবে মন্দির উদ্বোধন। জগন্নাথ ধামের অনুকরণেই প্রসাদের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। থাকবে ৫০ কেজি গজা ও শুকনো প্রসাদ। জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, সরকারি টাকায় মন্দির হচ্ছে। তাতে সবার অধিকার আছে। তৃণমূলের কৃতিত্ব নেওয়ার কিছু নেই। জেলার মানুষ যাবেন, খাবেন এবং বিধানসভায় ভোট দেবেন বিজেপিকে।  দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের প্রচারে টোটোয় ফেস্টুন লাগাচ্ছেন তৃণমূল কর্মীরা। গঙ্গারামপুর পুরসভার সামনে তোলা নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)