নতুন কালভার্ট তৈরির জন্য ঘুরপথে গিয়ে উজানতরে উল্টে যাচ্ছে টোটো, ভুটভুটি
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, ইটাহার: ইটাহারের উজানতর এলাকায় পুরনো কালভার্ট ভেঙে নতুন কালভার্ট তৈরি হচ্ছে। চলাচলের সুবিধার্থে বিকল্প পথ তৈরি হয়েছে। কিন্তু সেই বিকল্প পথ এখন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ডাইভারশন দিয়ে নিত্যদিন যাতায়াত করতে ব্যপক সমস্যায় পড়ছেন তিনটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। তাঁদের বক্তব্য, ডাইভারশনে মাঝে মধ্যে উল্টে যাচ্ছে যাত্রী ও মাল বোঝাই টোটো এবং ভুটভুটি। ডাইভারশনটি চলাচলের যোগ্য করার আশ্বাস দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু।
ইটাহারের শ্রীপুর ১২ নম্বর জাতীয় থেকে দুর্লভপুর ও পতিরাজপুর অঞ্চল পর্যন্ত ১০ কিমি রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল ছিল। গত ৪ এপ্রিল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে ৬ কোটি টাকা বরাদ্দে ১০ কিমি রাস্তার সংস্কার ও প্রশস্তিকরণ কাজের শিলান্যাস করন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন। ইটাহার, দুর্লভপুর ও পতিরাজপুর অঞ্চলের সংযোগকারী রাস্তা এটি।এই রাস্তা দিয়ে যাতায়াত করে শতাধিক টোটো, অটো, ভুটভুটি। এই রাস্তা দিয়ে সদর ইটাহার ও রায়গঞ্জে যাওয়া যায়। বেহাল রাস্তা মেরামতের পাশাপাশি একটি কালভার্ট তৈরি হচ্ছে। তার পাশেই করা হয়েছে ডাইভারশন। স্থানীয়দের অভিযোগ, ডাইভারশন দিয়ে টোটো, ভুটভুটি ওঠে না। ঠেলে উপরে ওঠাতে হয়। স্থানীয় বাসিন্দা হুসেন আলি বলেন, ডাইভারশনটি চলাচলের যোগ্য করা হোক। টোটো চালক জাহাঙ্গীর আলম বলেন, প্রায়ই যাত্রী ও মালবাহী টোটো ও ভুটভুটি উল্টে যাচ্ছে। দুর্ঘটনায় জখম হচ্ছেন অনেকে। জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর জানান, ডাইভারশনটিকে চলাচলের যোগ্য করে তোলার জন্য ঠিকাদার সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। নিজস্ব চিত্র