নিম্নমানের কাজের প্রতিবাদ করে হুমকির মুখে পঞ্চায়েত সদস্য
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, হলদিবাড়ি: নিম্নমানের সামগ্রী দিয়ে চলছিল কালভার্টের কাজ। তা বলতে গিয়ে হুমকির মুখে পড়তে হয় শাসকদলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীকে। ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাডাঙা শিমুলতলায়।
হলদিবাড়ি-বালাডাঙা শিমুলতলায় দীর্ঘদিন ধরে একটি কালভার্ট বিপজ্জনক অবস্থায় পড়ে ছিল। কালভার্টটি সংস্কারের বিষয়ে প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নজরে আনা হয়। চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন কালভার্ট তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর থেকে শুরু হয় কালভার্টের কাজ। তবে কাজের মান নিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা পঞ্চায়েত সদস্যকে অভিযোগ করেন। এরপর পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী গিয়ে বললে ঠিকাদার সংস্থার এক কর্মী অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও হুমকি দেন।
এবিষয়ে পঞ্চায়েত সদস্যা মিনু খাতুনের অভিযোগ, আমার বুথের বালাডাঙা শিমুলতলা যাওয়ার রাস্তায় একটি কালভার্ট নির্মাণ হচ্ছে। কয়েকজন বাসিন্দা এসে কাজের মান নিয়ে অভিযোগ করেন। এরপর আমি এবং আমরা স্বামী ভালো করে কাজ করার কথা বললে ওরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। এরপর আমি ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমি চাই দ্রুত ওই কাজের কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।
যদিও হলদিবাড়ি বিডিও রেঞ্জি লামু শেরপাকে জিজ্ঞাসা করা হলেও তিনি এবিষয়ে কিছু বলেননি। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার বলেন, আমাদের কাজের কর্মী কাউকে গালিগালাজ ও হুমকি দেয়নি। সব ভিত্তিহীন অভিযোগ।