• ভোটবাড়িতে পাথরের স্তূপে মিলল মর্টার শেল, শোরগোল
    বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তবর্তী ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতে ফের মর্টার শেল উদ্ধারের ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা নাগাদ হেলাপাকড়ি মোড়ে মজুত পাথরের ঢিবি থেকে মর্টার শেল সদৃশ একটি বস্তু উদ্ধার হয়। পুলিস সূত্রে জানানো হয়েছে, ওই পাথরের স্তূপের মধ্যে থেকে একটি মরচে ধরা ধাতব বস্তু পাওয়া গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং অযথা আতঙ্ক না ছড়ানোর জন্য পুলিস নজর রাখছে বলে জানিয়েছে। 

    প্রসঙ্গত, চ্যাংরাবান্ধা স্থলবন্দর ও সংলগ্ন এলাকায় বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে একাধিক পাথরের বেড রয়েছে। ডুয়ার্সের বিভিন্ন নদী থেকে সংগ্রহ করা বোল্ডার এখানে জমা করা হয় এবং পরে সেগুলি ট্রাকে বোঝাই করে বাংলাদেশে পাঠানো হয়। স্থানীয়দের অনুমান, ২০২৩ সালের অক্টোবর মাসে সিকিমের ভয়াবহ বন্যায় সেনাবাহিনীর ব্যবহৃত মর্টার শেল নদীপথে ভেসে এসে বোল্ডারের মাঝে মিশে যায়। বোল্ডার বোঝাইয়ের সময় সেটি পাথরের সঙ্গে মিশে পাথরের বেডে চলে এসেছে। উল্লেখ্য, এর আগেও চ্যাংরাবান্ধা বাইপাস এবং নিউ চ্যাংরাবান্ধা এলাকার পাথরের বেড থেকে মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটেছে এবং সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছিল। 

    এদিন স্থানীয়রা পাথরের স্তূপের মধ্যে ওই বস্তুটি নজরে আসতেই খবর দেওয়া হয় মেখলিগঞ্জ থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও বিএসএফের কর্তারা। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সহ সভাপতি লক্ষ্মীকান্ত সরকার। তিনি বলেন, নদী থেকে বোল্ডার বোঝাই করার সময় বোল্ডারের সঙ্গে এই বস্তুটি চলে আসতে পারে। পুলিস ও প্রশাসনের কর্তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। 

    এ প্রসঙ্গে কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, মেখলিগঞ্জ থানা এলাকা থেকে একটি মরচে ধরা ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি সেনাবাহিনীকেও জানানো হয়েছে। এখন পুলিস ও সেনাবাহিনী যৌথভাবে বিষয়টির তদন্ত করছে এবং স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)