কালবৈশাখীর তাণ্ডব, লন্ডভন্ড আরামবাগ, দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার, জখম ২ ছেলে
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শনিবার রাতে কালবৈশাখীর ঝড়ে কার্যত লন্ডভন্ড আরামবাগ মহকুমা। মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম কমলা ছাতি(৭৫)। ওই ঘটনায় জখম হয়েছেন তাঁর দুই ছেলে। এছাড়া আরামবাগ মেডিক্যাল চত্বরে গাছ ভেঙে পড়ে একটি গাড়ি দুমড়েমুচড়ে যায়। ঝড়ের সময় ওই গাড়ির ভিতরে এক শিশু সহ চার জন বসেছিলেন। অল্পের জন্য তাঁদের প্রাণ রক্ষা হয়েছে। তবে আঘাত লাগায় এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০০-র বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় মহকুমাজুড়ে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। যদিও বিদ্যুৎ দপ্তর মেরামতির কাজ শুরু করেছে।
আরামবাগের বিদ্যুৎ বণ্টন সংস্থার এক আধিকারিক বলেন, মহকুমাজুড়ে প্রায় ২৫০টি বিদ্যুতের খুঁটি ঝড়ে উপড়ে গিয়েছে। একাধিক ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে। খানাকুল-১, ২ ও আরামবাগ ব্লকের একাংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। আমরা দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করার কাজ করছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যার পর থেকেই আরামবাগ মহকুমায় ঝড়বৃষ্টি শুরু হয়। আরামবাগের হরিণখোলা-১ পঞ্চায়েতের নবাসন গ্রামে রাতে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে বৃদ্ধা কমলাদেবীর মৃত্যু হয়। ঘটনায় তাঁর দুই ছেলেও জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে আরামবাগ থেকে বর্ধমান মেডিক্যাল রেফার করা হয়। পরিবারের সদস্য শিউলি মালিক বলেন, ঠাকুমা ওই মাটির ঘরে ছিলেন। রাতে ঝড়-বৃষ্টির সময় বাবা ও কাকা ঠাকুমাকে মাটির ঘর থেকে বের করতে গিয়েছিল। সেই সময় আচমকা পুরো বাড়িটাই চোখের সামনে ধসে যায়। তাতেই তিনজন চাপা পড়ে।
রবিবার সকালে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি। তিনি বলেন, ওইদিন রাতে ঝড়ে সমগ্র পঞ্চায়েত এলাকাতেই বিপুল ক্ষতি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ওইদিন রাতে আরামবাগ মেডিক্যাল কলেজ চত্বরের নতুন ওপিডি বিল্ডিংয়ের সামনে একটি গাড়ির উপর গাছ ভেঙে পড়ে। এদিন সকালে গাছটি কেটে সরানো হয়। এছাড়া মহকুমার একাধিক রাস্তার উপর গাছ উপড়ে পড়ে। তার জেরে বিভিন্ন রাস্তায় যানজট হয়। মায়াপুর গড়েরঘাট ও সামন্ত রোডেও বহু গাছ উপড়ে পড়ায় পুলিসই তা সরানোর কাজ শুরু করে। খানাকুলে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে নির্মীয়মাণ একটি টিনের শেড ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে। কলেজে থাকা বহু গাছও ভেঙেছে। এছাড়া অনেক বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়েছে। আরামবাগ শহরে অনেক রাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও গ্রামগুলিতে চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। খানাকুলের প্রকাশ রায়, আরামবাগের দিব্যেন্দু ঘোষ বলেন, রবিবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ আসেনি। পানীয় জল, মোবাইল চার্জ করা সহ নানা সমস্যায় আমরা পড়ছি। পিএইচই-র তরফে গোঘাট-১ ও খানাকুল-১ ব্লকের ন’টি জায়গায় জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে। বোরো ধানে ক্ষয়ক্ষতি হয়েছে কি না কৃষিদপ্তর তা খতিয়ে দেখছে।