• বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে লালবাগ কোর্ট রোড স্টেশনে হাজির হাসপাতাল ট্রেন
    বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, লালবাগ: নবাব নগরীতে হাজির মাল্টি-স্পেশালিটি হাসপাতাল ট্রেন লাইফলাইন বা জীবনরেখা এক্সপ্রেস। ২৬ এপ্রিল, শনিবার থেকে লালবাগ কোর্ট রোড স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা এই ট্রেনে চিকিৎসা প্রদান পরিষেবা শুরু হয়েছে। চলবে আগামী ১০ মে পর্যন্ত। তারপর  ট্রেনটি বিহারের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গিয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও ভারতীয় রেলের সহযোগিতায় পরিচালিত এই বিশেষ ট্রেন হাসপাতাল, মুর্শিদাবাদের সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান শুরু করেছে। প্রত্যেকদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চিকিৎসা পরিষেবা চালু রয়েছে। ট্রেনের প্রতিটি কামরায় রয়েছে অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। এখানে চোখের রোগ, কানের সমস্যা, দাঁতের চিকিৎসা, হাড়ের ব্যথা বা অর্থোপেডিক্স সংক্রান্ত সমস্যা, প্লাস্টিক সার্জারি সংক্রান্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও স্তন ক্যান্সার ও জরায়ু ক্যান্সারের মতো গুরুতর রোগের সনাক্তকরণ এবং চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত পরিষেবা একেবারেই বিনামূল্যে প্রদান করা হচ্ছে। চশমা বিতরণ, দাঁতের চিকিৎসা, ছোটখাটো অপারেশন এবং কিছু ক্ষেত্রে বড় অস্ত্রোপচারের ব্যবস্থাও রাখা হয়েছে বিনা খরচে। স্বেচ্ছাসেবী সংগঠনের মুখ্য কার্যকরী আধিকারিক রোহিনী চৌগুলে বলেন, মূলত গ্রামাঞ্চলের গরিব মানুষ আর্থিক কারণে চিকিৎসা করাতে পারেন না। তাদের কাছে চিকিৎসা পরিষেবা পরিষেবা পৌঁছে দিতেই হাসপাতাল ট্রেন লাইফলাইন এক্সপ্রেস ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। প্রথম দিন থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চিকিৎসা নিতে আসছেন। প্রতিদিন সকাল থেকে রোগীর নাম নথিভুক্তিকরণ শুরু হয়। যারা চিকিৎসা নিতে ইচ্ছুক, তাদের পরিচয়পত্রের ফটোকপি, আগের চিকিৎসার নথিপত্র এবং প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে আনার জন্য বলা হয়েছে। নবগ্রাম থেকে চোখের চিকিৎসার জন্য এসেছিলেন অশীতিপর বৃদ্ধ ধানু শেখ। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে দুটো চোখেই ভালোভাবে দেখতে পাইনা। সেই কারণে চিকিৎসার জন্য এসেছি। ছানি অপারেশন করে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ কাঞ্চন বিশ্বাস। ছেলে রাজীব বিশ্বাস বলেন, শনিবার বাবাকে দেখিয়ে নিয়ে গিয়েছিলাম। এদিন অপারেশন হল। উল্লেখ্য, ১৯৯১ সালে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছিল হাসপাতাল ট্রেন ‘লাইফলাইন এক্সপ্রেস’-এর পথচলা। দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে এই অভিনব উদ্যোগ। 
  • Link to this news (বর্তমান)