বোলপুরে জেলা কমিটির বৈঠকে অনুব্রত, অনুপস্থিত কাজল শেখ
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, বোলপুর: রবিবার বোলপুর তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হল জেলা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আহ্বানে এদিন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভোটার তালিকা সংশোধন ও দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনা নিয়ে আলোচনা হয়। তবে, এ দিনের বৈঠকেও কাজল শেখকে দেখা যায়নি। অনুব্রত ছাড়াও দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা। এদিন অনুব্রত দলীয় কার্যালয়ে ঢোকার সময় এক কর্মীকে বলেন, বাড়তি লোক যাতে না ঢোকে তা দেখতে হবে। সেই মোতাবেক এদিনের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা ছাড়া প্রবেশের ক্ষেত্রে তালিকা খতিয়ে দেখা হয়। বৈঠকের শুরুতে সাংবাদিকদের অনুব্রত বলেন, ভোটার তালিকা নিয়ে বৈঠক ডাকা হয়েছে। ব্লক ও শহরে তালিকা সংশোধনীর ভালো কাজ হয়েছে।
দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, জেলার প্রত্যেকটি ব্লকে উদ্বোধনের দৃশ্য দেখানোর জন্য বড় স্ক্রিন লাগানো হবে। বৈঠক শেষে শতাব্দী রায় বলেন, দলের মধ্যে ছোটখাটো কিছু হলে তা মিটিয়ে নেওয়া হবে। জেলায় কেষ্টদা সংগঠনটা দায়িত্ব নিয়ে করছেন। ভোটের আগে আবার সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পরের প্রজন্মের জন্য খুব দরকার। জাতপাত ও ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গে ছিল না। এত বিদ্বেষ তৈরি করা হচ্ছে সেগুলি নিয়ে পরের প্রজন্ম যদি মারামারি করে সেটা মোটেই ভালো দেখাবে না। পহেলগাঁও প্রসঙ্গে তিনি বলেন, দুঃখের জায়গায় রাজনীতি টানা উচিত নয়, যেটা বিজেপি করছে।
তাৎপর্যপূর্ণভাবে এদিনের জেলা কমিটির বৈঠকে গরহাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ। যিনি দীর্ঘদিন ধরে কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, যতদিন কোর কমিটির বৈঠক না ডাকা হচ্ছে, আমি দলীয় কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করব না। কোর কমিটির বৈঠক না করে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করা হচ্ছে। • নিজস্ব চিত্র