নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ: রবিবার দুপুরে কালীগঞ্জ ব্লকের বড়চাঁদঘর পঞ্চায়েতের ছোটচাঁদঘর এলাকায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। যার ফলে সেই রাস্তা বেশিদিন টিকবে না। সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে গ্রামের লোকজন সিডিউল দেখতে চাইলে, তা দেখাতে অস্বীকার করা হয়। এনিয়ে রবিবার এলাকায় ব্যাপক শোরগোল পড়ে। নদীয়া জেলা পরিষদের তরফে ওই কাজ করা হচ্ছে। গ্রামবাসীরা রাস্তার কাজে বাধা দিয়ে বিক্ষোভ দেখান।
উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকাটি নদীয়া জেলা পরিষদের সভাধিপতির নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত। ছোটচাঁদঘর এলাকায় হাসপাতাল পাড়া থেকে সাধুবটতলা পর্যন্ত রাস্তা তৈরি হওয়ার কথা। মোট ৮৭০মিটার রাস্তা নদীয়া জেলা পরিষদের তরফে করা হচ্ছে। কিন্তু, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ায় গ্রামবাসীরা রাস্তা তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই তা ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন। তাঁদের দাবি, সিডিউল টাঙিয়ে তবেই রাস্তার কাজ করতে হবে।
স্থানীয় বাসিন্দা গৌতম মোদক বলেন, ছোটচাঁদঘর গ্রামে সাধুবটতলার দিকে একটা রাস্তার কাজ হচ্ছে। জেলা পরিষদের তরফে রাস্তাটি বানানো হচ্ছে। কিন্তু, কাজের মান খুব খারাপ। রাস্তার পাশে গার্ডওয়াল দেওয়া হচ্ছে না। তাই আমরা গ্রামবাসীরা মিলে কাজ আটকে দিয়েছি। আমরা চাই কাজটা ভালো করে হোক।
স্থানীয় বাসিন্দা খোরশেদ মণ্ডল বলেন, এই রাস্তার আশেপাশে কয়েকশো বিঘা জমি রয়েছে। এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করে। নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে। এদিন সকালে প্রথমে আমরা রোলারটি বন্ধ করে দিই। আরেক বিক্ষোভকারী জান নবী মল্লিক বলেন, জেলা পরিষদ রাস্তা করছে, তাতে আমরা খুশি। কিন্তু কাজ ভালো হচ্ছে না। ঠিকাদার কাজের সিডিউল না দিলে আমরা রাস্তা তৈরি করতে দেব না।
বড়চাঁদঘর পঞ্চায়েতের উপপ্রধান নুরুজ্জামান শেখ বলেন, গ্রামের লোকজন কাজ বন্ধ করে দিয়েছেন। জেলা পরিষদের তরফে এই রাস্তা তৈরি করা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগটি আমরা জেলা পরিষদকে জানাব। জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, রাস্তার কাজের মান নিয়ে গ্রামবাসীদের কোনও অভিযোগ থাকলে আমরা তা অবশ্যই খতিয়ে দেখব। সরকারি প্রকল্পের কাজ নিয়ে আমরা কোনওভাবেই আপস করব না। উল্লেখ্য, জেলা পরিষদের রাস্তার কাজ নিয়ে অভিযোগ নতুন নয়। এর আগেও চাপড়া ব্লকে জেলা পরিষদের রাস্তার কাজ আটকে দিয়েছিলেন খোদ তৃণমূলের নেতারাই। আবার, কালীগঞ্জের পলাশীতে সভাধিপতির নির্বাচনী এলাকাতেও অতীতে রাস্তার কাজের গুণগতমান নিয়ে অভিযোগ উঠেছিল। পলাশী মনুমেন্ট এলাকার সেই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন গ্রামবাসীরা।