নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভয়াবহ গরমে হাঁসফাঁস অবস্থা। শহর জুড়ে বাড়ছে জলের চাহিদা। সেকথা মাথায় রেখেই মে মাস থেকে হাওড়া শহরের প্রতিটি ওয়ার্ডে জল সরবরাহের সময়সূচি পরিবর্তন করছে হাওড়া পুরসভা। অতিরিক্ত সময় বাড়ানো না হলেও দুপুরে ও সন্ধ্যার পর জল সরবরাহের সময়সূচি বদলের ফলে সুরাহা হবে বাসিন্দাদের, দাবি পুরসভার।
বর্তমানে দিনে তিন বেলা প্রতিটি ওয়ার্ডে জল সরবরাহ করে পুরসভা। সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত জল দেওয়া হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই সময়সূচির কোনও পরিবর্তন করা না। তবে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টো পর্যন্ত এতদিন জল সরবরাহ করা হতো। পয়লা মে থেকে তার পরিবর্তে দুপুর ১টা থেকে বেলা আড়াইটে পর্যন্ত জল পাবেন বাসিন্দারা। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এতদিন জল পেতেন বাসিন্দারা। তার পরিবর্তে নতুন সূচি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জল পাবেন। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘এর ফলে শহরের বাসিন্দারা উপকৃত হবেন। কারণ গরমকালে দুপুরে ও রাতে জলের চাহিদা অনেকটাই বেশি থাকে।’
প্রসঙ্গত, গত ২০ মার্চ বেলগাছিয়ার ভাগাড়ে ভয়াবহ ভূমিধসের জেরে শহরে জল সরবরাহের মূল পাইপলাইন ফেটে চরম বিপর্যয় ঘটে। প্রায় ১২০০ ডায়ামিটার ব্যাসের সেই পাইপলাইন দিয়েই উত্তর হাওড়ার ১৬টি ও শিবপুরের ৪টি ওয়ার্ডে জল সরবরাহ করা হতো। জল সরবরাহ সচল করতে বেলগাছিয়া মোড়ে শুরু হয় বিকল্প পাইপলাইনের কাজ। সেই কাজ শেষ হতে ১১দিন সময় লাগার কথা থাকলেও যুদ্ধকালীন তৎপরতায় পুরসভা ও কেএমডিএ তা তিনদিনের মধ্যে শেষ করে। স্বস্তি পান জলকষ্টে ভুগতে থাকা ওয়ার্ডের বাসিন্দারা। বর্তমানে তীব্র গরমে শহরে নিরবচ্ছিন্ন জল পরিষেবা বজায় রাখতে পুরসভা সর্বতোভাবে প্রস্তুত বলে জানিয়েছেন মুখ্য প্রশাসক।