সংবাদদাতা, বারুইপুর ও কাকদ্বীপ: দুই সমবায় সংস্থার নির্বাচনে জিতল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে একটি সমবায় ব্যাঙ্ক এবং একটি সমিতি। জয়নগরে সমবায় ব্যাঙ্কের নির্বাচনে কোনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি। সেখানকার ২৯টি আসনেই একজন করে মনোনয়ন পেশ করেছিলেন। রবিবার ২৯ জনের হাতে সংশাপত্র তুলে দেন প্রশাসন নিযুক্ত আধিকারিক। কোনও দলীয় প্রতীক না থাকলেও এই ২৯ জনের মধ্যে ১৭ জনই তৃণমূল সমর্থিত। এর মধ্যে রয়েছেন এলাকার পুরপ্রধান সুকুমার হালদারও। বাকি ১২ জন কংগ্রেস সমর্থিত।
এই সমবায় এতদিন কংগ্রেসেরই দখলে ছিল। গত পুর নির্বাচনে কংগ্রেস তৃণমূলের জোরদার লড়াইয়ের পর সমবায় নির্বাচনে সমঝোতার ভিত্তিতেই বোর্ড গড়তে চলেছে দুই দল। দুই দলের নেতৃত্বেরই দাবি, নির্বাচনের খরচ বাঁচাতেই এই সমঝোতা। অন্যদিকে, রবিবার কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের বিশালাক্ষ্মীপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। এই সমবায় সমিতিতে মোট ১১টি আসন। সাতটি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। বাকি চারটি আসনে ভোট হয়। তবে এই সিটগুলিতেও তৃণমূল জয়লাভ করে। বুধাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাণেশ্বর দাস বলেন, অতীতেও এই সমবায় সমিতি তৃণমূলের দখলে ছিল। ফের আমরা বিপুল ভোটে জিতলাম।