নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁকুড়ার শালতোড়ায় বাইক বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক সরবরাহকারী অমরজিৎ ভার্মাকে দমদম এলাকা থেকে রবিবার দুপুরে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এই বিস্ফোরক ব্যবসায়ী। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল বিস্ফোরক উদ্ধার হয়। বাঁকুড়াতে যে বাইকে বিস্ফোরণ ঘটে, সেটি ওই ব্যবসায়ী পাঠিয়েছিলেন ঝাড়খণ্ড থেকে। এগুলির অবৈধ পাথর খাদানে যাওয়ার কথা ছিল। আর বাকি বিস্ফোরক মাওবাদীদের কাছে যেত বলে এনআইএ জানতে পারে। সূত্রের খবর, অভিযুক্ত অমরজিতের বিস্ফোরক কেনাবেচার বৈধ লাইসেন্স আছে। কিন্তু তিনি নথি ছাড়াই বিস্ফোরক মাওবাদীদের কাছে পাচার করতেন বলে অভিযোগ। একইসঙ্গে তাঁর মাধ্যমে বিস্ফোরক অবৈধ খনিতেও যেত।