• ব্যানার-হোর্ডিংয়ে ছেয়েছে বারুইপুর উড়ালপুল, দৃশ্য দূষণের অভিযোগ
    বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: এখনও রয়ে গিয়েছে বিজয়ার শুভেচ্ছা। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারও। তার সঙ্গে নতুন জুটেছে বাংলার বর্ষবরণ অনুষ্ঠানের উষ্ণ আমন্ত্রণ। এমন নানা হোর্ডিং, ব্যানারে ঢেকেছে বারুইপুর উড়ালপুল সংলগ্ন এলাকা। অভিযোগ, যে যাঁর মতো ব্যানার, হোর্ডিং টাঙিয়ে দিয়ে চলে যান। তারপর আর খোলার দায় নেন না। এই এলাকার কাছে বারুইপুর পুরসভা। রয়েছে বারুইপুর পুলিস জেলা সুপারের অফিস। কিন্তু কারও কোনও নজরদারি নেই বলে অভিযোগ বাসিন্দাদের। এতে এই এলাকায় দৃশ্যদূষণ হছে বলেও অভিযোগ। এতে বিরক্ত এলাকার বাসিন্দারা। কিন্তু ব্যানার- হোর্ডিং আদৌ সরানো হবে কি না, জানা নেই তাঁদের। অবশ্য বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন, আমরা দেখছি বিষয়টি। একই আশ্বাস দিয়েছেন বারুইপুর পুলিস জেলার এক কর্তাও।

    বারুইপুর উড়ালপুলের এই পথ ধরেই বারুইপুর মহকুমা হাসপাতাল পার হয়ে সোজা যাওয়া যায় কুলপির দিকে। রোজ শয়ে শয়ে গাড়ি চলাচল করে এই পথ দিয়ে। উড়ালপুলের কাছে বারুইপুর ট্রাফিক পুলিসের কিয়স্ক। তার সামনেই রাস্তার পাশে ব্যানার, হোর্ডিংয়ের ছড়াছড়ি। এলাকার বাসিন্দারা বলেন, খুব খারাপ লাগে দেখতে। এলাকা গিজগিজ করছে ব্যানারে। পুরসভার কোনও নজরদারি নেই। অবিলম্বে বিষয়টি দেখা উচিত প্রশাসনের।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)