এই সময় মালবাজার: কামড়ে দিলে নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে তেমন মাকড়সার হদিশ মিললো পাহাড়ে। যে প্রজাতির নাম ‘হান্টসম্যান স্পাইডার।’
কালিম্পং জেলার জলঢাকা থানা এলাকার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম গদকের এক ২০ বছরের যুবকের আঙুলে কামড় বসায় এই মাকড়সা।
বিরল মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ অবস্থায় ওই যুবককে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ যুবকের নাম প্রেম কুমার তামাং। সে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
গত শুক্রবার বাড়িতে ফুলপ্যান্ট পরার সময়ে মাকড়সাটি প্যান্টের ভিতর থেকে বেরিয়ে এসে বাঁ হাতের আঙুলে কামড়ে দেয়। মাকড়সাটির ছবি তুলে নেয় প্রেম। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছবিটি কলকাতার ট্রপিক্যাল মেডিসিন বিভাগে পাঠানো হয়।
সেখান থেকে এটি হান্টসম্যান স্পাইডার প্রজাতির মাকড়সা বলে জানানো হয়েছে। এই ধরনের মাকড়সা কামড়ালে মাথা ঘোরা, পেট ব্যথা, স্নায়ুর সমস্যা দেখা দেয়। এছাড়াও শারীরিক নানা সমস্যা হতে পারে বলেও জানা গিয়েছে। পরিবেশকর্মী ও বন্যপ্রাণ বিশেষজ্ঞ শ্যামাপ্রসাদ পাণ্ডে বলেন, ‘বহু দিন পরে এই প্রজাতির অস্তিত্ব টের পাওয়া গিয়েছে। তবে কামড়ালেই মৃত্যুর ভয় নেই।’
উল্লেখ্য, উত্তর ইউরোপের পাহাড়ি ঠান্ডা এলাকা এই প্রজাতির মাকড়সার স্বাভাবিক বাসস্থান। যে গ্রামে ঘটনাটি ঘটেছে সেখানে গ্রীষ্মেও শীত অনুভূত হয়। আর খুব কাছেই নেওড়াভ্যালির গভীর জঙ্গল। তাই ওই আবহাওয়া এ ধরনের মাকড়সার পক্ষে আদর্শ বলে মত বিশেষজ্ঞদের।