SSC-র প্রায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশ মানা হয়নি। এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। গত সপ্তাহে ওই মামলার বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য সরকার এবং এসএসসি। তাদের বক্তব্য, আদালত অবমাননা হয়ে থাকলে তার শুনানি হতে পারে সুপ্রিম কোর্ট। কেননা চাকরি বাতিল নিয়ে কলকাতা হাই কোর্টের পরিমার্জন করেছে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে মামলাকারীদের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট। আজ ওই মামলা শুনানি হতে পারে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে।
প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাল্টা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। আজ, সোমবার তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি রয়েছে।
বুধবার উদ্বোধন। আজ সোমবারই দিঘা পৌঁছে যেতে পারেন মমতা। জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু পবে যজ্ঞ। সব ঠিক থাকলে, এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন মমতাও।
পাঞ্জাব যাচ্ছেন পাকিস্তানের হাতে আটক রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী। পাঠানকোটে বিএসএফ-এর দপ্তরে যাবেন তিনি। কথা বলবেন আধিকারিকদের সঙ্গে। জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ দমদম বিমানবন্দর থেকে রওনা দেবেন তিনি।
বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। রবিবার থেকেই মানুষের ঢল নেমেছে দিঘায়। ঠিক এই সময় দিঘাগামী দুটি স্পেশাল ট্রেন বাতিল করে দিল রেল। ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত হাওড়া-দিঘা ও পাঁশকুড়া-দিঘা রুটে এই বিশেষ ট্রেন চলার কথা ছিল। রেলের দাবি, কামরার অভাব এবং পরিচালনগত সমস্যার কারণেই এই সিদ্ধান্ত।
বৈশাখে স্বস্তি। সোমবার কলকাতা ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়াও। উত্তরের জেলাগুলিতেও ঝড় ও হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।