• লাখ টাকার আম দেখতে ভিড় মধ্যমগ্রামের শিবম গার্ডেনে, পাহারায় CCTV-সহ নিরাপত্তা রক্ষী
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৫
  • একটা আমের দাম এক লাখ টাকার বেশি। সেই আম দেখতে ভিড় জমছে উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের শিবম গার্ডেনে। আম পাহারায় ২৪ ঘণ্টা থাকছেন নিরাপত্তা কর্মী-সহ বিশেষ মালি। পাশাপাশি রয়েছে সিসিটিভি ক্যামেরাও।

    শিবম গার্ডেনের মালিক বাপি সিনহা রায় শখের বসেই উপহারে পাওয়া এই মিয়াজ়াকি আমগাছ লাগিয়ে ছিলেন তাঁর বাগানে। বহুমূল্যের এই আম দেখতেই উৎসাহীরা ভিড় করছেন তাঁর গার্ডেনে। ভাবছেন লক্ষাধিক টাকার কী আম?

    মিয়াজ়াকি আম, মূলত জাপানে পাওয়া যায়। যা বিদেশের বাজারে বিক্রি হয় আড়াই থেকে তিন লাখ টাকা কেজি দরে। এছাড়াও শিবম গার্ডেনে রয়েছে, প্রায় দেড় থেকে ২০০০ টাকা ডজনের আলফানসো আমও।

    পাশাপাশি রয়েছে থাই জাতের ব্যানানা ম্যাঙ্গো। তবে সবচেয়ে দামি মিয়াজ়াকি আম দেখতেই এখন আসছেন মানুষজন। লক্ষাধিক টাকার এই আমের জন্য এখন মধ্যমগ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই গার্ডেন।

    দুর্লভ এই আম দেখতেই বাগানটি পরিণত হয়েছে পর্যটনকেন্দ্রে। প্রতিদিনই শয়ে শয়ে মানুষ আসছেন এই আম গাছটি দেখতে। মিয়াজ়াকি আমের চাষ জাপানে শুরু হলেও এটি খুবই সংবেদনশীল গাছ। এই আম চাষে ঠিকমতো তাপমাত্রা, আর্দ্রতা ও যত্নের প্রয়োজন হয়। এর রঙ, গন্ধ, স্বাদ এবং আকার অন্য সব আমের থেকে আলাদা।

    বাপি সিনহা রায় বলেন, ‘এই আম বিক্রি করার কোনও পরিকল্পনা আমার নেই। শখের বসে এই মিয়াজ়াকি আম গাছ বসিয়েছি।’

  • Link to this news (এই সময়)