• আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের...
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার ঘটনাটি ঘটলো আলিপুরদুয়ার জেলার কালচিনী ব্লকের রায়মাটাং চা বাগানের জলাশয়ে। জানা গেছে এদিন বিকেল নাগাদ রায়মাটাং চা বাগানের এক সেচের জলাশয়ে একটি পূর্ণবয়স্ক লেপার্ডকে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। জানা যায় সেই সময় লেপার্ডটি জলাশয়ে ছটফট করছিল। কোনও উপায় না দেখে স্থানীয় বাসিন্দারাই একটি গাছের ডালের মাধ্যমে লেপার্ডটি উদ্ধার করার চেষ্টা করেন।

    তবে জলাশয়টি অনেকটা বড়ো, নিচু ও গভীর হওয়ায়, লেপার্ডটিকে উদ্ধার করতে ব্যর্থ হযন স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের। জানা যায়, বনকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে লেপার্ডটিকে উদ্ধার করতে গিয়ে একই রকম ভাবে ব্যর্থ হন। জলাশয়ে থেকে লেপার্ডটিকে উদ্ধার করতে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। জলাশয়ে নামার ব্যবস্থা না থাকায় অবশেষে বনদপ্তরের জাল দিয়ে লেপার্ডটিকে উদ্ধার করার চেষ্টা করেন বনকর্মীরা। কিন্তু তাতেও বেগ পেতে হয় বন কর্মীদের। কারণ লেপার্ডটি কোনোক্রমেই জালে উঠতে নারাজ। নিজের প্রাণ বাঁচাতে বেশ কয়েক ঘণ্টা ধরে ছটফটিয়ে আরও ক্লান্ত হয়ে পড়ে। একসময় লেপোর্ডটি বনদপ্তরের খোলা জালটিকে আঁকড়ে ধরে। এরপরেই বনকর্মীরা লেপার্ডটিকে জাল টেনে জলাশয়ের উপরে নিয়ে আসে। সেই সময় বনকর্মীরাও লেপার্ডের আক্রমণের বিষয়ে যথেষ্ট আতঙ্কে ছিলেন।

    তবে লেপার্ডটি জলাশয় এর ওপরে উঠে আসতেই জঙ্গলের দিকে ছুটে পালিয়ে যায়। অবশেষে লেপার্ডটিকে উদ্ধার করতে পেরে স্বস্তিতে বনকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।
  • Link to this news (আজকাল)