• আজ, সোমবার শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল হাওয়া অফিস..
    বর্তমান | ২৮ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীব্র গরমের হাত থেকে আপাতত কিছুটা রেহাই মিলেছে। গত শনিবার থেকে রাজ্যের আবহাওয়ার সামান্য পরিবর্তন হয়েছে। ঝড়-বৃষ্টির জেরে অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেয়েছেন শহরবাসী। আজ, সোমবারও শহরে তীব্র গরম পড়ার সম্ভাবনা কম রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।আজ, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন শহরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে। আজ, সোমবার সকাল থেকেই শহরের আকাশ রয়েছে আংশিক মেঘলা। বায়ুপ্রবাহের গতিপ্রকৃতি ও বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকে তৈরি হচ্ছে বজ্রমেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি। তাই রাজ্যে ঝড়-বৃষ্টি চলছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আজ, সোমবার সকাল থেকেই ঝড়-বৃষ্টি চলছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 
  • Link to this news (বর্তমান)